ফেনীর ছাগলনাইয়ায় মাকে জোরপূর্বক তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে ছেলে। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পাষণ্ড ছেলে লিটন চৌধুরী মামুনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার পৌরসভার দক্ষিণ সতর গ্রামের চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দক্ষিণ সতর গ্রামের চৌধুরী বাড়ির মিয়াধন চৌধুরীর ছেলে দীর্ঘদিন মাদকসেবন করে বাবা-মার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছিল। কিছুদিন আগে মামুন তার বাবাকে কুপিয়ে মারাত্মক আহত করে। মামুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা বেশ কয়েকদিন যাবত পাশের বাড়িতে পালিয়ে যান। আজ সকালে মামুন তার মাকে জোরপূর্বক ধরে এনে রুটি বানানোর জন্য বাধ্য করে। এ সময় মামুন পেছন থেকে দা দিয়ে তার মা লায়লা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার মাথায় সাতটি ও গলায় একটি কোপ লাগে। মুহূর্তের মধ্যে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তারা আরও জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়রা মামুনকে আটক করে গণধোলাই দিয়ে ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহত মা লায়লা বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, মামুনকে থানা হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন