চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় গেটম্যান শাহরিয়ার মাহমুদ দিপুকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন, রেলওয়ের এবং পুলিশের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গেটম্যানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে রোববার (২৭ আগস্ট) রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলাটি করেন সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সামিউর রহমান।
রোববার শাহরিয়ার মাহমুদকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, ঘটনার তদন্তে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ কবির আহমেদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় দুর্ঘটনার সময় গেটম্যান ছিল না। যার ফলে এত বড় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমান জানান, ট্রেন ও পুলিশ ভ্যানের সংঘর্ষের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার তদন্ত অনুসন্ধান করে জমা দিতে বলা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যারের নির্দেশে ট্রেন ও পুলিশ ভ্যান সংঘর্ষে হতাহতের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আল নাসীফকে প্রধান করে দুর্ঘটনার সঠিক তথ্য অনুসন্ধান করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার দুপুর বারোটার দিকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ও পুলিশ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহত হয় এবং আহত হয় ইউপি সদস্যসহ আরও দুই পুলিশ সদস্য।
মন্তব্য করুন