চট্টগ্রাম বন্দরে প্রায় ১২ ঘণ্টা পর প্রাইম মুভার-ট্রেইলারচালক ও শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ কর্মবিরতি প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে নগরের পাহাড়তলি থানায় ইউনিয়নের সভাপতি ও দুই শ্রমিককে মারধরের অভিযোগে বুধবার (১৪ মে) রাতে কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইম মুভার-ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।
নেতাকর্মীরা জানান, মঙ্গলবার (১৩ মে) চট্টগ্রাম জেলা প্রাইম মুভার-ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাট বেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুই শ্রমিককে পাহাড়তলি থানায় নিয়ে মারধর করা হয়। এর প্রতিবাদে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। সেখান থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু খায়ের কালবেলাকে বলেন, পাহাড়তলির একটা ঘটনায় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সবার সামনে পাহাড়তলী থানার ওসি তাকে (সভাপতিকে) অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তিনি সেলিম খানকে বেশ কয়েকবার মারধর করেন। এ সময় দুজন চালককেও তারা মারপিট করেন।
তিনি বলেন, তাকে স্থানীয় সন্ত্রাসীরা সহযোগিতা করেন। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরে নগরের ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ৩৬ ঘণ্টা পার হয়ে গেলেও হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারে কোনো সমাধান না দেখে আমরা ধর্মঘট ডেকেছিলাম।
ইউনিয়নের সহসাধারণ সম্পাদক কায়েস চৌধুরী বলেন, ‘মঙ্গলবার অলংকার পুলিশ বক্সে এক চালকের লাইসেন্স জব্দ করলে সেখানে ইউনিয়নের সভাপতি যান। পুলিশ তাকে শারীরিকভাবে হেনস্তা করে। পরে দুই শ্রমিকসহ তাকে থানায় নিয়ে মারধরও করা হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছিল। পরে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মিটিং করি। বিষয়টি নিয়ে সমাধান হওয়ায় আমরা সন্ধ্যা ৬টায় কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।’
ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি শেষ পর্যন্ত গুরুত্বসহকারে দেখেছে। আমাদের সঙ্গে দফায় দফায় বসে বিষয়টি সমাধানের পথে এসেছে। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের প্রক্ষিতে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। আমাদের কর্মবিরতির কারণে ব্যবসায়ীদের যে লোকসান হয়েছে তার জন্য ক্ষমাপ্রার্থী।
এদিকে আন্দোলনের ফলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডি থেকে কন্টেইনার পরিবহন বন্ধ ছিল। এতে অপারেটর কেন্দ্রিক সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরীণ পণ্য উঠানামা সচল ছিল।
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার পরিচালিত হয়, যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কন্টেইনার আনা-নেওয়ার কাজে নিয়োজিত। এ ছাড়া সারা দেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চলাচল করে।
আইসিডি মালিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে প্রাইম মুভারের চালকরা কোনো আমদানি-রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন করেনি। এর ফলে আইসিডি থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানোর কার্যক্রম বন্ধ ছিল। বন্দর থেকেও আইসিডিতে আসেনি না কোনো আমদানি পণ্যবাহী বা খালি কন্টেইনার।
আইসিডি মালিকদের সংগঠন বিকডার সভাপতি আব্দুল কাইয়্যুম বলেন, ‘প্রতিদিন ২১টি আইসিডি থেকে ২২০০ থেকে ২৫০০ টিইউ রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজে তোলার জন্য চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়া হয়। এ কর্মসূচির কারণে রপ্তানি এসব কন্টেইনার সঠিক সময়ে জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়ে। রপ্তানি ও আমদানি খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।’
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন চার হাজার থেকে ৪৫০০ টিইউ আমদানি পণ্য ডেলিভারি হয়। গত ১৪ মে বন্দর থেকে ৪৫৬২ টিইউ কন্টেইনার ডেলিভারি হয়েছিল। এসব পণ্যের বেশির ভাগ এফসিএল কন্টেইনার প্রাইম মুভারে করে ডেলিভারি হয়। কর্মসূচির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে পারেনি।
শ্রমিকদের অভিযোগের প্রসঙ্গে পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেয়নি। তাই এ ব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
মন্তব্য করুন