রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। ইনসেটে নিহত রুপল শেখ। ছবি : কালবেলা
হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি। ইনসেটে নিহত রুপল শেখ। ছবি : কালবেলা

রাজবাড়ীতে চুরির অপবাদ দিয়ে রুপল শেখ (২৭) নামের এক দিনমজুর যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান।

এর আগে, শুক্রবার (১৬ মে) রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুপল শেখ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করত বলে জানা গেছে। তার সাত বছর ও দুই বছর বয়সী দুই মেয়ে রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রুকমান বিশ্বাসের ছেলে জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মৃত ফেলু বিশ্বাসের ছেলে মৈজদ্দি বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫) ও আব্দুল খালেক মোল্লার ছেলে ও মুন্নু মোল্লা (৫০)।

নিহতের বাবা জিন্নাহ শেখ বলেন, শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় রাফিজুল, রাসেল, সৌরভসহ ৭ থেকে ৮ জনসহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। আমার ছেলের বিরুদ্ধে তারা অভিযোগ তোলে একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেছে সে। এ ছাড়া তারা আমার ছেলেকে চুরির অপবাদও দিয়েছে। এ অভিযোগে তারা আমার ছেলেকে ধরে নিয়ে গিয়ে শাম বিশ্বাসের বাড়ির একটি ঘরে বন্দি করে তাকে কাঠ দিয়ে মারধর করে হত্যা করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার ছেলের দুটি শিশু সন্তান রয়েছে। তাদের এখন কি হবে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় নিহত রুপল শেখের মামা মো. কালাম মোল্লা (৫৪) বাদী হয়ে এজাহারনামীয় ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। মামলা পরপরই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বড় অভিযান

বিশেষ ট্রাইব্যুনালে হবে সাম্য হত্যার বিচার : ডিএমপি 

ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

দারুল মাকান হাউজিং প্রকল্পে দুর্নীতি ও প্রতারণার অভিযোগ

অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা

ভোট দিয়েছিলেন ২০ লাখ কবরবাসী!

রাত ১১টার মধ্যে যেসব জেলায় আবারও হতে পারে বজ্রবৃষ্টি

রোহিঙ্গা ধরে নিয়ে সাগরে ফেলার বিষয়ে যা বলছে ভারতের সুপ্রিম কোর্ট

মতিঝিলের ভবনের আগুন নিয়ন্ত্রণে 

সকাল হতেই দেখা গেল ৫টি কবর খোঁড়া

১০

ভারত থেকে পুশইন করা ১১ জনকে আটক করল বিজিবি

১১

ফুটপাতে দাঁড়িয়ে চা খেলেন রিজভী

১২

বিদেশে যাওয়ার সময় যুবলীগ নেতা তৌফিক গ্রেপ্তার

১৩

শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ইশরাকের আবেদন

১৪

বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক

১৫

মতিঝিলে তিন তলা ভবনে আগুন

১৬

‘আ.লীগের চিহ্নিত দোসরদের বিএনপির সদস্য করা যাবে না’

১৭

কর্মমুখী সৃজনশীল প্রজন্ম তৈরির লক্ষ্যে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

১৮

বাসরঘর থেকে টাকা-স্বর্ণালংকার নিয়ে পালাল নববধূ

১৯

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে কেন পড়বেন? 

২০
X