সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দাবি আদায়ে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ব্যতিক্রমী প্রতিবাদ

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের বিক্ষোভ। ছবি : কালবেলা

চাকরি নিয়মিত না হওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির অস্থায়ী শ্রমিকরা ব্যতিক্রমী এক প্রতিবাদ জানিয়েছেন। বেতন উত্তোলন বন্ধ রেখেছেন ১৭৪ জন অস্থায়ী শ্রমিক। এছাড়াও কয়লাখনি গেটে বিক্ষোভ মিছিল বের করেন তারা। চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

রোববার (১৮ মে) দুপুরে মিছিল শেষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খনি শ্রমিক লিটন খাঁ। তিনি বলেন, কয়লাখনি এলাকার ২০ গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার আমরা। খনি কর্তৃপক্ষের মাধ্যমে গত ২০১৮ সালে ৬ জুন শ্রমিক হিসেবে ১৭৪ জনকে অস্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। পরে, জানলাম আমাদের চাকরিটি হয়েছে একটি সাব-কন্ট্রাক্টরের (জেএসএমই) অধীনে। এতে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানাই। সেসময়কার খনির মাইনিং ব্যবস্থাপক আমাদের আশ্বস্ত করে বলেছিলেন, কোম্পানির সব শ্রমিক সমান।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, পরে শ্রমিকদের নিয়মিত করণের আশ্বাস দিলেও তা করা হয়নি। দীর্ঘদিনেও সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। পরে, আমরা জানতে পারি আমাদের চাকরির মেয়াদ আর মাত্র পাঁচ মাস বাকি। এ খবর পেয়ে চিন্তিত হয়ে পড়েছি, পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব ভেবে পাচ্ছি না। ১৭৪ জন শ্রমিক ওই খবরে ক্ষুব্ধ হয়ে গত মাসের (এপ্রিল/২৫) বেতন উত্তোলন করেননি। চাকরি স্থায়ীকরণ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খনি শ্রমিক শাহিবুল ইসলাম, আসাদুজ্জামান জীবন ও মেহেদী হাসান। তারা বলেন, আমার খনি এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দা। এ খনির কারণে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। খনির ১৪০০ ফুট মাটির নিচে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। এখন আমাদের বের করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমরা।

এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার কালবেলাকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

১০

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

১১

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

১২

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

১৩

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

১৫

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

১৬

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

১৭

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৮

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

১৯

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

২০
X