সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ মে ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন। ছবি : সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন। ছবি : সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরইমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত উপজেলার মাসিক সমন্বয় সভায় অনুপস্থিত থাকাসহ ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি।

বিষয়টি বিবেচনা করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিলেটের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, বহিস্কৃত চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের নিহতের ঘটনাসহ বিভিন্ন ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে ৩ হাজার ৪৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না কালবেলাকে জানান, ‘বর্তমান চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় নাগরিক সেবা প্রদান অব্যাহত রাখার স্বার্থে প্রথমে পরিষদের সদস্যরা আলোচনা করে প্যানেল চেয়ারম্যানদের মধ্যে কে দায়িত্ব নেবেন সেটা আমাদেরকে জানাবেন। সেক্ষেত্রে তারা যদি ব্যর্থ হন তাহলে আমরা আইন অনুযায়ী নাগরিক ভোগান্তি দূরীকরণে ওই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক মজুরি ১৭০ টাকা

স্বাস্থ্য পরামর্শ / সুস্থ জীবনের জন্য অপরিহার্য পর্যাপ্ত ঘুম

২৫ পুরুষকে বিয়ের নামে প্রতারণা, অতঃপর...

রংপুরে তলিয়ে গেছে ৮৮ হেক্টর ফসলি জমি

আম পাড়তে গিয়ে যুবদল নেতার মৃত্যু

নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার 

৩০ টাকার জন্য বন্ধুকে খুন

বিদেশে শিক্ষার্থীদের কোর্স ফি পাঠানো সহজ হলো

ঈদের আগেই ডাকসু নির্বাচনের তপশিল চান ঢাবি শিক্ষার্থীরা

১০

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১১

আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করলে বরদাশত করা হবে না : ডিএমপি

১২

শাবি প্রেসক্লাবের ২০ তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

১৩

সংস্কার কমিশনে দায়িত্ব পালন করে পারিশ্রমিক নেননি যারা

১৪

কখনো মাথা নত করবে না ইরান : মাসুদ পেজেশকিয়ান

১৫

ভিসিকে কুয়েট শিক্ষকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬

পাক সীমান্তে কূটনৈতিক তাপ, মঞ্চে ভারতের ‘রিট্রিট’

১৭

সাম্য হত্যা ও শাওনকে হামলায় জড়িতদের বিচারের দাবি রাবি ছাত্রদলের

১৮

চসিক প্রকৌশলীকে পদোন্নতিতে অনিয়ম, দুদকের অভিযানে মিলল সত্যতা

১৯

হান্নান মাসউদ ‘কান্ডে’ বিব্রত এনসিপি, হচ্ছে তদন্ত 

২০
X