কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম নামের জামায়াত নেতা হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের ভাই। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা করেন নিহতের ভাই আরমান হোসেন। এর আগে সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমার কাটা সিকদার পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রেপ্তার পাঁচজন হলেন, নিহত জামায়াত নেতা আরিফুল ইসলামের চাচাতো ভাই প্রধান আসামি সাজ্জাদ হোসেন সুজন (৩৫), তার মা ফাতেমা বেগম (৫৫), বোন রেশমী আক্তার (২২), ছোট ভাইয়ের স্ত্রী রচনা আক্তার (২৮), ঘাতক সুজনের স্ত্রী জাকিয়া সোলতানা সুমাইয়া (২৫)।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, জামায়াত নেতা আরিফুল খুনের ঘটনায় তার ভাই আরমান হোসেন বাদী হয়ে একই পরিবারের পাঁচজনকে আসামি ও অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা করেছেন। খুনের ঘটনায় আটকদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রধান ঘাতক সাজ্জাদ হোসেন সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেন।
উল্লেখ্য, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছুদিন আগে সাজ্জাত হোসেন সুজনের সঙ্গে জামায়াত নেতা আরিফুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার রেশ ধরে সুজনের ছুরিকাঘাতে ঘটনাস্থলে জামায়াত নেতা আরিফুল খুন হয়। এ সময় তার মামাতো ভাই খায়রুল সিকদার নামে আরেকজন গুরুতর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন