শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:১০ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘১৭ বছর খাইনি, এখন খাব’ বলা সেই বিএনপি নেতা বহিষ্কার

বহিষ্কৃত বিএনপি নেতা মাহমুদুল হক রুবেল। ছবি : কালবেলা
বহিষ্কৃত বিএনপি নেতা মাহমুদুল হক রুবেল। ছবি : কালবেলা

ঠিকাদারি নিয়ে দ্বন্দ্বে ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহী মহানগর বিএনপির রাজপাড়া থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক রুবেলকে (রবিউল আলম) বহিষ্কার করা হয়েছে। চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের দায়ে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বুধবার (২১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রাজশাহী নগর বিএনপির রাজপাড়া থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আলমকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, যাকে বহিষ্কার করা হয়েছে তার নাম মাহমুদুল হক রুবেল। কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে একটু মিসটেক (মাহমুদুল হক রুবেলের স্থলের রবিউল আলম) হয়ে গেছে।

তিনি আরও বলেন, যারা এমন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে, দলের হাইকমান্ড কাউকেই ছাড় দেবে না।

উল্লেখ্য, ঠিকাদারি কাজ পাওয়া নিয়ে মোবাইল ফোনেই দ্বন্দ্বে জড়ান রাজশাহী ও নওগাঁর সাবেক দুই বিএনপি নেতা ও ছাত্রদল নেতা। বিষয়টি নিয়ে তাদের মধ্যে হওয়া এক টেলিফোন কথোপকথন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রায় ১০ মিনিটের ওই ফোনালাপে রাজশাহীর নেতা মাহমুদুল হক (রুবেল) নওগাঁর মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ঠিকাদার শাহজাহান আলীকে হুমকি ও অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ফাঁস হওয়া ফোনালাপে শোনা যায়, রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক রুবেল ক্ষোভের সঙ্গে বলেন, ‘১৭ বছর খাইনি, এখন খাব।’

তিনি অভিযোগ করেন, শাহজাহান কোনো যোগাযোগ না করে নিজের মতো দরপত্রে অংশ নিয়ে কাজ পেয়ে গেছেন। উত্তরে শাহজাহান বলেন, ‘আমিও তো ১৬ বছর পর একটা কাজ পেয়েছি।’

জানা গেছে, ঘটনার সূত্রপাত রাজশাহীর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বৃক্ষপালনবিদের কার্যালয়ের একটি দরপত্রকে কেন্দ্র করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি রাজশাহী অঞ্চলে বিভিন্ন স্থানে থাকা সরকারি গাছ বিক্রির জন্য ৯টি লট তৈরি করে দরপত্র আহ্বান করে।

এতে নওগাঁর শাহজাহান আলী অংশ নেন এবং প্রায় ছয় লাখ টাকায় দুটি লটের কাজ পান। মূলত এ কাজের লভ্যাংশের ভাগ বা চাদা নেয়ার জন্যই মাহমুদুল হক শাহজাহান আলীকে ফোন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১০

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১১

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১২

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৫

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৭

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৮

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৯

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

২০
X