বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতেই আমরা হ্যাঁ বলব না। নির্বাচিত সরকারের যদি কোনো ইস্যু থাকে তাহলে পার্লামেন্ট সেটা সিদ্ধান্ত নেবে।
রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের মেয়াদ বাড়ানোতে জামায়াতের কোনো অবস্থান নেই। প্রধান উপদেষ্টাও চাচ্ছেন তার দেওয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন।
উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জেলা আমির এম শাহেদ আলী, রাজধানীর পল্টন থানা আমির শাহীন আহমদ খান, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মিলন বৈদ্য, চা শ্রমিক ইউনিয়ন লংলা ভ্যালির সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামী।
মন্তব্য করুন