রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৫:৪৩ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাপ্তাহিক ছুটির দাবি গৃহকর্মীদের

রাজশাহীতে এক জনসংলাপে সাপ্তাহিক ছুটির দাবি জানিয়েছেন গৃহকর্মীরা। ছবি : কালবেলা
রাজশাহীতে এক জনসংলাপে সাপ্তাহিক ছুটির দাবি জানিয়েছেন গৃহকর্মীরা। ছবি : কালবেলা

সপ্তাহে একদিন ছুটি এবং মানবিক আচরণ চান রাজশাহীর গৃহকর্মীরা। তারা বলেছেন, আমরাও মানুষ। আমাদেরও অসুখ-বিসুখ হয়। এজন্য সপ্তাহে অন্তত একদিন ছুটি দরকার।

বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘রাজশাহী নগরীর গৃহকর্মীদের অবদান, সমস্যা এবং সমাধানের উপায়’ শীর্ষক এক জনসংলাপে গৃহকর্মীদের কণ্ঠে এমন দাবি উঠে এসেছে। বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা বারসিক এ জনসংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে ‘রাজশাহী নগরীর গৃহকর্মীদের অবদান, সমস্যা ও সমাধানে নীতি গবেষণা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, রাজশাহী নগরে বর্তমানে প্রায় ৮ থেকে ১০ হাজার গৃহকর্মী কাজ করছেন।

এ বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত পরিচালিত গবেষণায় দেখা গেছে, রাজশাহীতে এখনো ১১ শতাংশ গৃহকর্মীর বয়স ১৫ বছরের নিচে। ৪০ শতাংশ গৃহকর্মী নিরক্ষর। মাসে দুহাজার টাকার কম বেতন পান ২৫ শতাংশ। আর ৪ হাজার টাকার বেশি পান মাত্র ১০ শতাংশ।

গবেষণায় শিশুশ্রম বন্ধ, বেতন কেটে না নিয়ে সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা এবং গৃহকর্মীদের জন্য স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

৭০ বছর বয়সী গৃহকর্মী শহরবানু বিবির এক হাত ভাঙা। থাকেন পদ্মাপাড়ের বস্তিতে। ভাঙা হাত নিয়ে তিনি গৃহকর্মীর কাজ করে যাচ্ছেন। জনসংলাপে তিনি বলেন, আমি একা হয়ে গেছি। তাই এক বাড়িতে কাজ করি। ওখানে খাইতে দেয়, মাস শেষে দেয় এক হাজার টাকা। কাজ করতে গিয়ে ভুল হলে বাড়িওয়ালির কড়া কথা খুব কষ্ট দেয়। মানুষ মাত্রই ভুল করে, এটুকু বুঝলে ভালো হতো।

গৃহকর্মী মুনমুন বলেন, একদিন কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তখন গৃহকর্তার স্ত্রী আমাকে পা দিয়ে লাথি দিয়ে ওঠান। অসুস্থ থাকায় পরদিন ছুটি চাইলেও তা মেলেনি। কাজে না গেলে বাদ দিয়ে দিত। অসুস্থ শরীর নিয়েই কাজ করতে হয়েছিল। অন্তত একটা দিন ছুটি আমাদেরও দরকার।

আজেমা বেগম নামের আরেক গৃহকর্মী বলেন, ওরা চাকরি করে, ছুটি পায়। আমরা সামান্য বেতনে কাজ করি, অথচ ছুটি চাইলে বলা হয়, চাইলে কাজ করো, না চাইলে যাও। এটা তো অন্যায়।

গৃহকর্মী শিলা বলেন, কাজ দেওয়ার সময় বলা হয় একটা কাজ। কিন্তু কাজে গেলে ৭টা কাজ দাঁড়িয়ে যায়। ভুল করলেও ক্ষমা নেই। অসুস্থ হয়ে একদিন না গেলে দারোয়ানকে বলে রাখা হয় যেন পরদিন ভেতরে ঢুকতে না দেয়। এটা খুব কষ্টের।

অনুষ্ঠানে নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন, গৃহকর্মীরা বাড়িতে রান্না করেন, সেই খাবার দিনের পর দিন ফ্রিজে থেকে নষ্ট হয়। অথচ তাদের ভালো খাবার দেওয়া হয় না। অসুস্থ হলে বেতন কেটে নেওয়া হয়। এ বিষয়ে গৃহকর্তাদের আরও উদার হওয়া দরকার। যদিও কিছু ব্যতিক্রম আছে, যারা গৃহকর্মীদের সম্মান করেন ও আপনজন মনে করেন।

উন্নয়নকর্মী সম্রাট রায়হান বলেন, অবহেলিত এ শ্রমজীবীদের অধিকার আদায়ে সংগঠিত হওয়া দরকার। তাদেরও অ্যাসোসিয়েশন থাকা উচিত, যেন তারা যৌক্তিক দাবি আদায়ে একত্রিতভাবে সোচ্চার হতে পারে।

জনসংলাপে অংশ নেন- যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক নীলা ইয়াসমিন, শহর সমাজসেবা কর্মকর্তা আবদুল আমিন, কর্মজীবী মহিলা হোস্টেলের হোস্টেল সুপার ফেরদৌস রাবিয়া এবং জ্যেষ্ঠ সাংবাদিক আইনুল হক। সংলাপ পরিচালনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম।

এর আগে বারসিকের পলিসি রিসার্স অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার আমরীন বিনতে আজাদ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের তওবার সুযোগ নেই : হাসনাত আব্দুল্লাহ

পিআর পদ্ধতির কথা উঠলে, কেউ কেউ ভয় পায় : চরমোনাই পীর

জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের বিবৃতি

ফিরে আসা বম পরিবারের মাঝে সেনাবাহিনীর সহায়তা

আগামী ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস

মুরাদনগরে সেনা মোতায়েন

নব্য রাজনীতিবিদদের গোপালগঞ্জ থেকে পলায়ন জাতির জন্য লজ্জার: ডা. আউয়াল

দ্রুত নির্বাচন দিন, দেশে শান্তি ফিরবে : মির্জা আব্বাস

সাঁতার জানা সাজিদ পুকুরে ডুবে মরতে পারে না, দাবি বন্ধুদের

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে ৪ বাংলাদেশি আটক

১০

চাঁদা দাবির অভিযোগ প্রমাণ হওয়ায় সেই জামায়াত নেতা বহিষ্কার

১১

মিডল অর্ডারে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নিয়ে যা বললেন নাঈম

১২

গাজায় শিশুদের ভয়ংকর পেরেকভর্তি নতুন বোমা দিয়ে মারছে ইসরায়েল

১৩

নতুন বাংলাদেশ ব্যবসার জন্য একটি সেফগার্ড : স্টারলিংক কর্মকর্তা

১৪

সাগরে তলিয়ে গেছে কবরস্থান, ভাঙছে মসজিদ

১৫

মেসিকে বার্সায় ফিরতে বললেন সাবেক লিভারপুল তারকা

১৬

কেন্দ্রীয় নেতাদের বরণে প্রস্তুত কক্সবাজার, এনসিপির পদযাত্রা আগামীকাল

১৭

সীমান্ত থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

১৮

‘পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়, কেউ বোঝে না’

১৯

ইন্টারনেট বন্ধ হবে না, শপথ করলেন ফয়েজ তৈয়্যব

২০
X