স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

২০২৮ অলিম্পিকে ক্রিকেটে কে খেলবে? সিদ্ধান্ত নেবে আইসিসির ওয়ার্কিং গ্রুপ

অবশেষে জানা যাবে কোন ৬টি দল খেলবে অলিম্পিকে। ছবি : সংগৃহীত
অবশেষে জানা যাবে কোন ৬টি দল খেলবে অলিম্পিকে। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে আইসিসি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এসব বিষয়ে সুপারিশ দিতে দ্রুতই একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। ধারণা করা হচ্ছে, শনিবার (১৯ জুলাই) আইসিসির বোর্ড মিটিংয়েই গঠন করা হতে পারে এই কমিটি।

২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়া বিশ্ব ক্রিকেটের জন্য বড় অর্জন হলেও চ্যালেঞ্জ রয়ে গেছে দল নির্ধারণের ক্ষেত্রে। কারণ, অলিম্পিক আয়োজক এলএ২৮ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে—মাত্র ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশ নিতে পারবে।

এই পরিপ্রেক্ষিতে, অনেকেই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল নির্বাচনের পক্ষে থাকলেও, আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বাধীন বোর্ড বিষয়টি ছেড়ে দিয়েছে ওয়ার্কিং গ্রুপের হাতে।

কেউ কেউ কোয়ালিফাইং টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিলেও, ব্যস্ত এফটিপি ও সময়স্বল্পতার কারণে তা বাস্তবায়ন কঠিন বলে মনে করছে আইসিসি। তবে গ্রুপকে সব বিকল্প যাচাই করতে বলা হবে।

ওয়ার্কিং গ্রুপ যদি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দল নির্বাচনের সুপারিশ করে, তবে কোন সময় পর্যন্ত র‍্যাঙ্কিং গণ্য হবে, সেই ‘কাট-অফ তারিখ’ নির্ধারণের দায়িত্বও থাকবে তাদের কাঁধে।

দীর্ঘদিন ধরে আলোচিত দুই স্তরবিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রস্তাব এবারের বৈঠকে আনুষ্ঠানিকভাবে ওঠেনি। তবে ধারণা করা হচ্ছে, নতুন ওয়ার্কিং গ্রুপের অধীনেই আলোচনা হবে টেস্ট ফরম্যাটে কোনো সংস্কার প্রয়োজন কি না। একইভাবে, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেও কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব এলে তা নিয়েও কাজ করবে এ দলটি।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছরই বহাল থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম অনুমোদনের সুযোগ থাকবে। এই সুপারিশ এসেছিল আইসিসির মেডিকেল অ্যাডভাইজরি কমিটির পক্ষ থেকে।

বিশ্বব্যাপী গেমিং বাজারের বিশাল চাহিদা বিবেচনায় নিয়ে মোবাইল গেমিং রাইটস নিয়ে টেন্ডার আহ্বান করার সিদ্ধান্তও নিয়েছে কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন প্রতিষ্ঠায় কঠোর হচ্ছে সরকার

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল

শনিবারের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিল জামায়াত

রাজশাহীতে ক্যানসার নিয়ে সায়েন্টিফিক সেমিনার

‘পীর সাহেবরা টাকা দিলে ফুঁ দেয়, না দিলে হাত দিয়ে সরিয়ে দেয়’

বর্ষার পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

গাজার যোদ্ধাদের সিদ্ধান্তে হতাশ হয়ে মিশরের হুমকি

আর্থিক অন্তর্ভুক্তি সূচকে পেছাল বাংলাদেশ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধ করতে হবে : ফয়জুল করীম

কলেজে ভর্তির আবেদন শুরু ২৪ জুলাই, বাড়ছে ফি 

১০

ঢাবিতে তরুণ লেখক সম্মেলন শনিবার

১১

যুব মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেপ্তার

১২

বেরোবির ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ লাল কাপড়ে ঢেকে দিলেন শিক্ষার্থীরা

১৩

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৪

জামিনে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ

১৫

স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৬

দ্রুত নরম হয়ে যাচ্ছে ডিউক বল, তদন্তে নামছে নির্মাতা প্রতিষ্ঠান

১৭

শহীদ মুগ্ধকে নিয়ে স্নিগ্ধর আবেগঘন লেখা

১৮

ম্যুরাল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি

১৯

‘যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই’

২০
X