মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সাগর গর্ভে কুয়াকাটায় ৪ কোটি টাকার সড়ক, তদন্তে কমিটি

কুয়াকাটার সৈকতের নতুন নির্মিত সড়কটি জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয়ে পড়েছে। ছবি : কালবেলা
কুয়াকাটার সৈকতের নতুন নির্মিত সড়কটি জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয়ে পড়েছে। ছবি : কালবেলা

কুয়াকাটার সৈকতের নতুন নির্মিত সড়ক গভীর নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে সৃষ্ট ভয়াবহ জলোচ্ছ্বাসে সৈকত এলাকার হোটেল সিভিউ থেকে ঝাউবন পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ এই সড়কের বড় একটি অংশ ভেঙে পড়েছে। সড়কটির ভাঙনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি ঘিরে স্থানীয় জনগণ, নাগরিক সমাজ এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। অনেকে সড়কটির নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে সাবেক মেয়র আনোয়ার হাওলাদারের বিচার দাবি করেছেন। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

এদিকে শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার সদ্য নির্মিত সড়ক ধ্বংসের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেককে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই না করেই কাজ শুরু করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় বালি ও পাতলা সিসি ঢালাই দিয়ে রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছিল।

জানা গেছে, সাবেক মেয়র আনোয়ার হাওলাদারের আমলে এই দুই কিলোমিটার সড়ক তিনটি প্যাকেজে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এর মধ্যে ১৩০০ মিটার অংশের কাজ আংশিকভাবে সম্পন্ন হয়, তবে বাকি অংশে কাজ শুরু হয়নি। প্রকল্পটি ঘিরে স্থানীয়দের মধ্যে শুরু থেকেই নানা প্রশ্ন ছিল। অনেকেই দাবি করেছেন, এটি আনোয়ার হাওলাদারের আত্মীয়স্বজন দিয়ে পরিচালিত একটি ব্যক্তিস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প এবং প্রকৃত টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

অপসারিত মেয়র আনোয়ার হাওলাদার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পটি সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডার দিয়ে বাস্তবায়ন করা হয়েছে। এখনো পুরো কাজ শেষ হয়নি। সিসি ঢালাইয়ের পর আরসিসি কাজ হওয়ার কথা ছিল এবং গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনাও ছিল।

কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী সুজন জানান, তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে দেড় কোটি টাকা উত্তোলন করেছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইউএনও মো. রবিউল ইসলাম। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

১০

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

১১

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১২

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১৩

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১৪

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৫

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৬

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৭

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৮

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৯

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

২০
X