সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, উদ্ধার করল যৌথবাহিনী

চট্টগ্রামের সাতকানিয়ায় বালু ব্যবসায়ী জহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করে যৌথবাহিনী। ছবি : কালবেলা
চট্টগ্রামের সাতকানিয়ায় বালু ব্যবসায়ী জহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করে যৌথবাহিনী। ছবি : কালবেলা

চট্টগ্রামের সাতকানিয়ায় জহির উদ্দিন মিন্টু নামে এক বালু ব্যবসায়ীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তার কাছে মুক্তিপণ চাওয়া হয়। ঘটনার ৮ ঘণ্টা পর সেনাবাহিনী ও পুলিশের অভিযানে।

বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৫টায় কাঞ্চনা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে জহির উদ্দিনকে উদ্ধার করা হয়। তবে এ সময় অপহরণকারী কাউকে আটক করা যায়নি।

এর আগে বুধবার রাত ৯টায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বইক্যার পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের শিকার জহির উদ্দিন উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহাজাহান সাহেবের বাড়ি এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। তিনি একই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছেন বর্তমান ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন লিটন।

জহির উদ্দিনের ছোট ভাই মো. সোহেল বলেন, বুধবার রাত ৮টায় আমার ভাইকে মোবাইলে ফোন করে এক ব্যক্তি বালু ভরাটের কথা বলে এওচিয়া ইউনিয়নের বইক্যার পাড়া এলাকায় আসতে বলেন। সে অনুযায়ী আমি ও আমার ভাই মোটরসাইকেল নিয়ে অপহরণকারীদের দেখানো জায়গায় গেলে তারা কিছু বুঝে ওঠার আগেই ভাই ও আমাকে ব্যাপক মারধর শুরু করে। একপর্যায়ে তারা আমাদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দাবির টাকা দিতে আমার এক প্রতিবেশীর মোবাইল ফোনে কথা বলা শুরু করি। টাকা না দিলে তারা আমাদের জানে মেরে ফেলার ভয় দেখায়। একপর্যায়ে তারা আমাকে ছেড়ে দিয়ে ভাইকে পশ্চিম দিকে অজ্ঞাতস্থানে নিয়ে যান।

তিনি আরও বলেন, অপহরণকারী দলের সদস্য সংখ্যা ৭-৮ জন হবে। তারা সবাই অস্ত্রধারী। তবে তাদের আমরা চিনতে পারিনি। পরে মুক্তিপণের টাকা দেওয়ার লোভ দেখিয়ে সেনাবাহিনী ও পুলিশকে ঘটনাটি জানাই। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাঞ্চনা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে ভোরে আমার ভাইকে উদ্ধার করে।

সাতকানিয়া সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন পারভেজ কালবেলোকে বলেন, অপহরণকারীরা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ প্রদানের আগেই সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জহির উদ্দিন মিন্টুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলমান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম কালবেলাকে বলেন, অপহরণের বিষয়ে পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই যৌথবাহিনী অভিযান শুরু করে। সাড়ে ৮ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে জহির উদ্দিনকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১০

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১১

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১২

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৩

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৪

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৫

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

১৬

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

১৭

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি : আইনজীবী

১৮

৬ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন গলার কাঁটা

১৯

সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর

২০
X