রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে ‘ভয়ংকর’ প্রতারণার ফাঁদ

রংপুরে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের একটি চিত্র। ছবি : কালবেলা
রংপুরে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের একটি চিত্র। ছবি : কালবেলা

রংপুরে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার যেন ‘ভয়ঙ্কর’ প্রতারণার এক ফাঁদ। সর্বশেষ রংপুর নগরীর ধাপ এলাকায় গত শুক্রবার (১৩ জুন) রাতে স্বপ্ন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতক মারা যায় বলে অভিযোগ ওঠে।

পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা না পাওয়ায় সন্তানকে হারাতে হয়েছে তাদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা ঠেকাতে পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ক্ষতিপূরণ দিতে রাজি হয়। তারা সিজারিয়ান অপারেশনের খরচ ফেরত দেওয়ার পাশাপাশি প্রসূতির চিকিৎসা ব্যয় এবং নবজাতকের লাশ পরিবহনের গাড়ি ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

এ ঘটনার পর সোমবার (১৬ জুন) দুপুরে ওই হাসপাতালসহ আরও দুটি বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা সিভিল সার্জন কার্যালয় ও সেনাবাহিনী।

অভিযানে প্রতিষ্ঠানগুলোর ভয়াবহ অনিয়ম ও প্রতারণার চিত্র সামনে এসেছে। নবজাতকের মৃত্যু, লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা, চিকিৎসক ও নার্স সংকট, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট ব্যবহারসহ নানা অনিয়ম উঠে আসে এ অভিযানে।

পরে ভ্রাম্যমাণ আদালতে চারটি প্রতিষ্ঠানকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় সাড়ে সাত লাখ টাকা জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদের জেল দেয়া হয়। একইসাথে তিনটি হাসপাতাল ও ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও ৭২ পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাজ্জাদ। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রত্যয় হাশেম।

অভিযানে নিবন্ধনবিহীন এসব ক্লিনিক ও হাসপাতাল বছরের পর বছর ধরে কীভাবে ভয়াবহ অনিয়ম ও রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী তা দেখতে পায়।

এ সময় স্বপ্ন জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ২০১৮-১৯ সালে লাইসেন্স থাকলেও পরে আর তা নবায়ন করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ২০ শয্যার জন্য নিয়ম অনুযায়ী তিন শিফটে ৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও দায়িত্ব পালন করেন একজন। তবে কয়েক দিন থেকে তিনিও হাসপাতালে আসেননি।

আরও দেখা যায়, ডিএমএফ ডিগ্রিধারী একজন ডিউটি ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বেসরকারি এ হাসপাতালটিতে দায়িত্বরত নার্সদের রেজিস্ট্রেশন নেই। অভিযানের সময় হাসপাতালটিতে পোস্ট অপারেটিভ রুম, লেবার রুম পাওয়া যায়নি। পরে হাসপাতালের পরিচালক রফিকুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এক পর্যায়ে ওই হাসপাতালের পাশে উত্তরা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ হাসপাতালের অনিয়মের চিত্র প্রায় একই। ২০১৮-১৯ অর্থবছরে লাইসেন্স থাকলেও পরের বছর নবায়নের জন্য আবেদন করেই পরিচালনা করা হচ্ছিল এ হাসপাতালের কার্যক্রম।

হাসপাতালটি আগে নিউ উত্তরা জেনারেল হাসপাতাল নামে কার্যক্রম পরিচালনা করলেও পরে নাম পরিবর্তন করে ফেলা হয়। শয্যা অনুযায়ী হাসপাতালটিতে ৩ শিফটে ৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও একজন চিকিৎসকও সেখানে নেই। এছাড়া হাসপাতালটির অপারেশন থিয়েটারের যন্ত্রাংশে মরিচা, অপরিষ্কার অপরিচ্ছন্নসহ নানা অনিয়ম-অসঙ্গতি অভিযানে উঠে আসে।

নিউ রংপুর ক্লিনিক লাইসেন্স ছাড়াই গত ছয় বছর থেকে কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানের সময় কাগজপত্র দেখাতে না পারায় দুই লাখ টাকা জরিমানা ও হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ হাসপাতালে ভর্তি হয়েছেন গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা গৃহবধূ বিথী বেগম। রোববার (১৫ জুন) রাত ১২টার দিকে তার জরায়ু অপারেশন হয়। কিন্তু আজ দুপুর পর্যন্ত অপারেশন পরবর্তী সময়ে কোনো চিকিৎসককে তাকে দেখতে যাননি।

বিথী বেগমের স্বামী শামিম মিয়া জানান, রোববার রাতে তার স্ত্রীর অপারেশন হলেও দুপুর পর্যন্ত কোনো চিকিৎসক পাননি তিনি। নার্সরাই সেবা দিচ্ছেন।

এছাড়া হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা সিভিল সার্জন ডা. শাহিনা সুলতানা সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি করা হয়। অবৈধ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

৭২ পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাজ্জাদ বলেন, গত শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নবজাতকের মৃত্যু হয়। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ করা হয়।

তিনি বলেন, আজকে সেনাবাহিনী, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কার্যালয় সমন্বিতভাবে অভিযান পরিচালনা করেন। চিকিৎসাসেবার নামে যারা রোগীদের সঙ্গে প্রতারণা করবেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১০

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১১

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১২

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১৩

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৫

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৬

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৭

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৮

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৯

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

২০
X