নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সততার দিক দিয়ে এক নম্বর : আব্দুস সালাম

নওগাঁয় বিএনপির এক সভার বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। ছবি : কালবেলা
নওগাঁয় বিএনপির এক সভার বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ‘মানুষ মনে করে বিএনপি অসৎ। কিন্তু বিএনপি কখনো অন্যায় করবে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না। বিএনপি সততার দিক দিয়ে এক নম্বর। বিএনপি সততা দিয়ে মানুষের মন জয় করবে।’

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নওগাঁর বদলগাছি উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগের জেলা, মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিচারের নামে, সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। ওই যে হাসিনা মাঝেমধ্যে বলে টুপ করে আইসা পড়বে। সে নাকি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ কারণেই বলি ড. ইউনূস আপনাকে এ ষড়যন্ত্রকে থামাতে হবে। আমরাও বিচার চাই। আর নির্বাচিত সরকার এবং নির্বাচন ছাড়া এর কোনো বিকল্প নেই। সেই কারণেই আমরা নির্বাচন চাই।’

আব্দুস সালাম হলরুমে উপস্থিত সব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সবার জবাবদিহিতা থাকতে হবে, হাসিনার এমন কিছু ছিল না তাই স্বৈরাচার হয়ে গেছে। অতএব আপনি জেলার শীর্ষ পর্যায়ের নেতা হলেও আপনার জবাবদিহিতা থাকতে হবে। কোনো অন্যায় অনিয়মের কাজ করে তারেক জিয়ার দলে পার পাওয়া যাবে না। বিএনপি কোনো অন্যায়কারীকে দলে স্থানে দেবে না।’

তিনি বলেন, ‘এখন অন্যরা চুরি করতেছে। আমাদের দুই একটা ছিটেফোঁটা থাকতে পারে। কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যদি এখনও কেউ থেকে থাকে, তাহলে তাদেরকে সাইট লাইনে চলে যাওয়ার জন্য বলে দেবেন। তারা যেন লিডারশিপের ধারে কাছে না আসে। আর সেই জন্য তারেক রহমানের টেলিফোন অনেকের জন্য বন্ধ হয়ে গেছে। অনেকের টেলিফোন তিনি ধরেন না। কাদের সাড়া দেয় না বুঝে নিয়েন। কাজেই বুঝতে হবে এটাই হলো তারেক রহমান যে আগামীতে রাষ্ট্রের দায়িত্বে আসবে।’

তিনি আরও বলেন, ‘তরেক রহমানকে শুধু প্রধানমন্ত্রী করার জন্য নয়, দেশের সব ষড়যন্ত্র রুখে দিতে তাকে দরকার। দেশ চালাতে হলে খালেদা জিয়া, তারেক রহমানের মতো নেতা দরকার। আর তারেক রহমান আগামীতে রাজনৈতিক কর্মী হিসেবে ক্ষমতায় আসবে। কর্মী হিসেবে ক্ষমতা গ্রহণ করে দেশ চালাবেন।’

এজন্য সব নেতাকর্মীকে মানুষের মন জয় করার আহ্বান জানান তিনি।

সভায় রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১১

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১২

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৩

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৫

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৬

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৭

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৮

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৯

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

২০
X