কক্সবাজারের মহেশখালীতে মুদিরছড়া বিটের নাককাটা পাহাড়ি ঝিরিতে বন বিভাগের ২০২২-২৩ অর্থবছরে লাগানো সুফল প্রকল্পের আগাছা পরিষ্কার করার সময় ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদারসহ কয়েকজন মিলে বনকর্মীদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
অন্যদিকে, বনকর্মীরা খেটে খাওয়া সাধারণ মানুষের ছন কেটে দেওয়া, পানের বরজ ভেঙে ঘরবাড়ি উচ্ছেদসহ নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেন বলে জানান ইউপি চেয়ারম্যান রিয়ান সিকদার।
তিনি আরও জানান, বনকর্মীদের টাকা দিলে পাহাড়ে সবকিছু করা যায়, আর টাকা না দিলে হয়রানিসহ মামলায় জড়িয়ে দেওয়া হয়। আমি স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের অনুরোধ করেছি। বিষয়টি এমপি ও অন্যান্য চেয়ারম্যানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া বিটের নাককাটা ঝিরিতে এ ঘটনা ঘটে।
বনকর্মী মো. রাসেল মিয়া জানান, মুদিরছড়া বিটের আওয়াতাধীন সুফল প্রকল্পে আগাছা পরিষ্কার করার সময় হঠাৎ ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদারসহ কয়েকজন এসে আমাদের অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দিয়ে সরকারি বন বিভাগের কাজ বন্ধ করে দেন। আমরা বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান, জনগণের অসুবিধা হয় এমন কাজ করা যাবে না বলে চেয়ারম্যান সরাসরি সরকারি কাজে বাধা দেন। আমরা বিষয়টি এমপি ও প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। পরবর্তী সরকারি কাজে বাধা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন