সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৫:২৯ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী নয় : মির্জা ফখরুল 

সিলেট বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
সিলেট বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা এমনি এমনি বা হঠাৎ করে পালায়নি। বহুদিনের আন্দোলন, বহু মানুষের রক্ত, কান্না, ত্যাগ ছিল। ১৭ বছর হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। অনেক মিডিয়া বন্ধ করে দিয়েছিল। মানুষকে কথায় কথায় হত্যা গুম করেছিল। আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই। প্রয়োজন নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না।

সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ড. ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নির্বাচন নিয়ে কথা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন। মানুষের কাছে যান, সুন্দর ব্যবহারে মানুষের ভালোবাসা জয় করুন। আমাদের বিরুদ্ধে যাতে খারাপ কথা বলতে না পারে। জমি দখলবাজ, চাঁদাবাজ যাতে কেউ না বলতে পারে- এভাবেই চলতে হবে। সবাইকে সুন্দর হয়ে চলতে হবে। আপনারা ভালো করলেই জয় আমাদের নিশ্চিত।

মির্জা ফখরুল বলেন, সিলেটের পুণ্যভূমিতে এলে মনে শান্তি আসে। তাই সুযোগ পেলেই এখানে ছুটে আসি। এই পুণ্যভূমি থেকেই ইসলামের আলো ছড়িয়েছিলেন হজরত শাহজালাল, শাহ পরান, ওলি-আউলিয়ারা। তারা সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া সিলেটে তারেক রহমানের শ্বশুরবাড়ি। তাই এখানে আমাদের প্রত্যাশাও বেশি।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ১৭ বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর একটি শুভ সময় এসেছে, হাসিনা পালিয়ে চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনো দেশ ছাড়েনি। তারা সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলার প্রশাসনে বসে ষড়যন্ত্র করছে। তারা চায় না সুষ্ঠু নির্বাচন হোক। আর একদল লোক আছে মসনদে বসে পাঁয়তারা করছে নির্বাচন না দিয়ে কীভাবে অনেক দিন ক্ষমতায় থাকা যায়। আবার একেক রাজনৈতিক দল একেক কথা বলছে। কেউ একজন পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলছেন। পিআর বাংলাদেশের জনগণ চেনে না। বাংলাদেশে সর্বোচ্চ প্রচলিত আইনেই নির্বাচন হবে। আর তা নাহলে ১৭ বছর বিএনপি গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করেছে। জনগণও সব আন্দোলনে পাশে ছিল। আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে আবার আন্দোলন হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ২০১৪ থেকে ২৪ সাল পর্যন্ত হাসিনার পতনের জন্য যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করি। আমরা হাসিনা মুক্ত হয়েছি কিন্তু ষড়যন্ত্র মুক্ত হইনি। বিএনপির বিরুদ্ধ সবাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পারছি, একটি দল যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা একেক দিন একেক কথা বলছে। কখনো বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কখনো বলছে ভোটের পরিস্থিতি হয়নি, কখনো বলছে নির্বাচন হলে অসুবিধা নেই, কখন কি বলে ঠিক নেই। তবে এটা বুঝা যায় যে, তারা সুষ্ঠু নির্বাচন চায় না।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এজেডএম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির তাহসিনা রুশদী লুনা, ডা. এনামুল হক চৌধুরী, জাহিদুর রহমান, ডা. শাখাওয়াত হাসান জীবন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কলিমউদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য নিপুণ রায়, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পেছানোর পাঁয়তারাকারীরা দেশের ভালো চায় না : নীরব

ফেমিনিস্ট জীবনসঙ্গী চান বাঁধন

১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি : মোস্তফা জামাল হায়দার

দিনভর বিরতিহীন ভারি বর্ষণ, পাহাড়ধসের শঙ্কা

জুলাইয়ের প্রথম ৬ দিনে প্রবাসী আয়ে চমক

স্বর্ণের দাম কমলো, ভরিতে কত

স্থানীয় নির্বাচনের দাবি হাসিনার ষড়যন্ত্রের অংশ : মুরাদ  

আসছে ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল

শাকিবের নতুন সিনেমায় নায়িকা নিয়ে দীপা খন্দকারের প্রশ্ন, শুরু বিতর্ক

গাজায় কীভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়, বর্ণনা দিলেন ইসরায়েলি সেনা

১০

সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে হবে: হালিম

১১

ইতিহাস গড়া নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

১২

ফ্যাসিস্টদের দোসররা চান না স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক : ডা. রফিক

১৩

অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ নেতা জানালেন— বিএনপি নেতার বাড়িতেও মিলবে পিস্তল

১৪

বিচারক নিয়োগে আইনের নিরপেক্ষ অনুসরণ করতে হবে : ইসলামী আন্দোলন

১৫

ভুয়া ফটোকার্ড নিয়ে বিজেআইএমের উদ্বেগ

১৬

হবিগঞ্জে গ্রামবাসীর কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত শতাধিক, ১৪৪ ধারা জারি

১৭

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

১৮

মিডিয়ার প্রতি হুমকি প্রদর্শনে জাতীয় প্রেস ক্লাবের উদ্বেগ

১৯

ভারতীয় দম্পতিকেই বাংলাদেশি বলে পুশইন করল দিল্লি পুলিশ

২০
X