কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্রকে অপহরণের পর পায়ের রগ কাটল ছাত্রলীগ!

গাজীপুর জেলা ম্যাপ। ছবি : কালবেলা
গাজীপুর জেলা ম্যাপ। ছবি : কালবেলা

মহড়া দিয়ে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে ফেরদৌস হাসান নামে এক ছাত্রকে তুলে নিয়ে পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে ভিকটিম শিক্ষার্থী ফেরদৌস হাসানের মা নাজমা বেগম বাদী হয়ে ছাত্রলীগ নেতা রবিন সরদারসহ ২২ জনের নামে বাসন থানায় মামলা করেছেন।

এদিকে গুরুতর আহত ফেরদৌস হাসানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে তিন থেকে চারটি মোটরসাইকেল, তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারে ১৫ থেকে ২০ দুর্বৃত্ত চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে আসে। তারা ক্যাম্পাসের সামনে থেকে কলেজের হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পর্বের ছাত্র ফেরদৌসকে দেশীয় অস্ত্রের মুখে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় ফেরদৌসের অপহরণের সংবাদ ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। তারা দ্রুততম সময়ের মধ্যে ফেরদৌসকে উদ্ধারের দাবি জানান। পরে রাত সাড়ে ১০টার দিকে মহানগরের শিববাড়ি হলি ল্যাব হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় ফেরদৌসকে ফেলে রাখে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অভিযোগ উঠেছে, পূর্ব বিরোধের জের ধরে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী রবিন সরদারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।

এ ব্যাপারে মামলার বাদী নাজমা বেগম বলেন, আমার ছেলে ফেরদৌস ছাত্রলীগের রাজনীতি করে। মামলার আসামি রবিন সরদার বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এসব কারণে ছেলেকে তার সঙ্গে চালাফেরা করতে নিষেধ করি। রোববার রবিন সরদারের নেতৃত্বে আমার ছেলেকে ভাওয়াল কলেজ থেকে অস্ত্রের মুখে তুলে আনা হয়। এ খবর পেয়ে আমি ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করি ও বিষয়টি পুলিশকে জানাই। রাত সাড়ে ১০টার দিকে খবর পাই আমার ছেলেকে গুরুতর অবস্থায় শিববাড়ি ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আমার ছেলেকে রক্তাক্ত জখম অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমার ছেলের বাম পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এ ছাড়া তার হাঁটুর নিচে ধারাল অস্ত্রের কোপ এবং বাম চোখে আঘাত রয়েছে। সোমবার সন্ধ্যায় হাসপাতালে তার জ্ঞান ফিরেছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলে এখন মৃত্যুপথযাত্রী। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমি সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ বিচার চাই।

বাসন থানার ওসি আবু সিদ্দিক বলেন, কলেজছাত্র ফেরদৌস অপহরণের পর তাকে রক্তাক্ত অবস্থায় শিববাড়ি হলি ল্যাব হাসপাতালের সামনে ফেলে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় কলেজ ছাত্রের মা বাদী হয়ে থানায় রবিন সরদারসহ ২২ জনের বিরুদ্ধে অপহরণ ও মারামারির মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিন সরদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আওয়ামী লীগকে নিষিদ্ধে সর্বদলীয় কনভেনশনের আহ্বান এবি পার্টির

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

১০

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

১১

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

১২

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১৩

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১৪

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৭

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

১৯

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

২০
X