বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬০ শিক্ষার্থী

শিক্ষার্থী রাফির হাতে বাইসাইকেল তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা
শিক্ষার্থী রাফির হাতে বাইসাইকেল তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় মসজিদে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৬০ জন শিশু-কিশোর শিক্ষার্থী।

শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে এসব উপহার বিতরণ করা হয়। স্থানীয় কাদিপুর ইসলামী যুব সংঘের আয়োজনে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাদিপুর জামে মসজিদের মুতাওয়াল্লি আলহাজ শাহীন আহমদের সভাপতিত্বে ও মসজিদের ইমাম হাফিজ জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, শিল্পী ও আলোচক, আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ। আমন্ত্রিত অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পুরসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, সমাজসেবক মছব্বির আলী মছনু, আব্দুস সালাম, মো. সাকু মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম প্রমুখ।

এবারের এই প্রতিযোগিতায় এলাকার ৬০ জন শিশু ও তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১১ জন টানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায় করে পুরস্কারের জন্য নির্বাচিত হোন। লটারির মাধ্যমে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান নির্ধারণ করা হয় এবং বাকি ৭ জনকে যৌথভাবে ৫ম স্থান বিজয়ী ঘোষণা করা হয়। ১ম পুরস্কার বাই সাইকেল পান শিক্ষার্থী রাফি। এছাড়া দুজনকে সেলাই মেশিন, একজনকে চার্জার ফ্যান, সাতজনকে বিশেষ পুরস্কার ও অংশগ্রহণকারী সকলের মধ্যে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বলেন, শিশু-কিশোররা বর্তমানে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের কারণে মাদকাসক্ত হয়ে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এলাকার শিশু-কিশোরদের খারাপ কাজ থেকে দূরে রাখতে ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

এর আগেও সংগঠনের উদ্যোগে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করার জন্য ৫০ শিশু কিশোরকে পুরস্কার দেওয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া অনুষ্ঠানে এলাকা থেকে এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবং বর্তমানে দেশে অবস্থানরত কয়েকজন প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফলাফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

তিন হলের ফল ঘোষণা, শিবির প্যানেল এগিয়ে 

ডাকসু নির্বাচন : নেতাকর্মীদের যে নির্দেশ দিল জামায়াত

সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ এস এম ফরহাদের

শাহবাগে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও শিবির সমর্থকরা

ডাকসুর ফলাফল নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

ডাকসুর ফল ঘোষণা কীভাবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

ডাকসুর ভোট গণনায় সময় লাগার কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের

১০

ছাত্রদল নেতার সঙ্গে বাগবিতণ্ডা, ঢাবি শিক্ষক বললেন, ‘এই কষ্ট কোনোদিন ভুলব না’

১১

ডাকসু : উত্তেজনা নিরসনে বিএনপি-জামায়াতের সঙ্গে কথা বলেছে সরকার

১২

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, জানাল ক্রিকইনফো

১৩

তিন হলের ভোট গণনা শেষ

১৪

শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা

১৫

জামাল-তপুদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

১৬

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে স্ববিরোধী তদন্ত সিআইডির

১৭

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

১৮

ডাকসুর ফলাফল কখন ঘোষণা হবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

১৯

এসএ২০ নিলামে দল পেলেন তাইজুল

২০
X