ভাঙা সড়ক সংস্কারের দাবিতে জমে থাকা পানিতে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের কয়েকজন যুবক। বুধবার (৩১ জুলাই) বিকেলে বরগুনা-সুবিদখালী-বরিশাল মহাসড়কের সুবিদখালী কলেজ রোড এলাকায় এ প্রতিবাদ জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে খানাখন্দে ভরা সড়কটি সংস্কারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পোস্ট করেন অনেকেই।
স্থানীয়রা জানান, সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে মাঝেমধ্যে ইট দিয়ে ভরাট করে দেওয়া হলেও টানা বৃষ্টি ও ভারী যানবাহন চলাচলে আবার আগের অবস্থায় ফিরে যায় সড়ক। কোরবানির ঈদের আগে সওজ সংস্কার করলেও কয়েক মাসের মধ্যে কার্পেটিং উঠে যায়।
প্রতিবাদী যুবক সিয়াম হোসেন ও মোহাম্মাদ জাহিদ হাসান জানান, দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থা মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কজুড়ে অসংখ্য গর্ত ও খানাখন্দ, একটু বৃষ্টিতেই সেখানে পানি জমে থাকে। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া প্রায়ই ঘটে দুর্ঘটনা।
মন্তব্য করুন