মুন্সীগঞ্জ সিরাজদিখান মধ্যপাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার বাদীকে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্বাধীন শেখের বিরুদ্ধে।
শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার বাদী ভুক্তভোগী বিথী আক্তার বলেন, সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন শেখ দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক করেছে। পরে গত ১৭ জুলাই গ্রাম্য সালিশের মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত হলে স্বাধীন শেখ ও তার পরিবার প্রভাব খাটিয়ে আমাদের সম্পর্ক অস্বীকার করে। আমি ২৩ জুলাই মুন্সীগঞ্জ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা করেছি। মামলা করায় ক্ষিপ্ত হয়ে স্বাধীনের নেতৃত্বে ৫/৬ জনের সন্ত্রাসী দল শুক্রবার (১ আগস্ট) লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে আমার ওপর হামলা চালায়। বাধা দিলে তারা আমাকে মারধর এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
সিরাজদিখান থানা ওসি মো. আবু বকর বলেন, আমি নতুন এসেছি। থানা ও মামলার বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। মারধর বা হুমকির বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন