চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও মো. সজীবের ছেলে রিমন (৭)।
সজীব হোসেন বলেন, স্কুল ছুটি শেষে দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাটজাগ দেওয়া ছিল। গোসলের একপর্যায়ে তারা জাগ দেওয়া পাটের ওপরে উঠে খেলা করছিল। এ সময় রিমন পানিতে পড়ে যায়। জুনায়েদ রিমনকে তুলতে গেলে জুনায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত তাদের বাড়িতে গিয়ে ঘটনাটি বলে। খবর পেয়ে ঘটনাস্থলে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন