খুলনার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল ১০টায় কয়রা সিদ্দিকীয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে সিদ্দিকীয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সিদ্দিকীয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হুসাইনের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. মহিবুল্লাহ। এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিদ্দীকিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক (অব.) আ ব ম আব্দুল মালেক, কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোস্তফা মাহবুবুল আলম, উপাধ্যক্ষ মাওলানা মানছুর আলী, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকেয়া খানম, সমাজসেবক মাওলানা আ. রশিদ, শিক্ষক রবিউল ইসলাম, মোমিনুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাস্টার শাহিনুর রহমান, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হফেজ সালাহউদ্দীন মুকুল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কৃতী শিক্ষার্থী রোহান বিনতে রহমান।
সিদ্দিকীয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হুসাইন বলেন, তোমাদের এ সাফল্য শুধু তোমাদের নয়, এটি পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত অর্জন। আগামী দিনে তোমরাই দেশ গড়ার কারিগর হবে।
অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন