ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানের হাতেই এ দেশ নিরাপদ’

ফেনীতে বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক বেলাল আহমেদ। ছবি : কালবেলা
ফেনীতে বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক বেলাল আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ বলেছেন, ‘তারেক রহমানের হাতেই এ দেশ নিরাপদ। তার নেতৃত্বে বাংলাদেশ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বিএনপি নেতা কর্মীদের গণমানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে।’

বুধবার (০৬ আগস্ট) বিকালে ফেনী জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিজয় উৎসবের সংক্ষিপ্ত সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি পরিবারকে সজাগ থাকতে হবে। বিএনপির আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি, দলটি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয়। তবে আশার কথা হচ্ছে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। আমরা এ কথায় আস্থা রাখতে চাই। নির্বাচন নিয়ে কোনোরকম টালবাহানা হলে জনগণ তা মেনে নেবে না।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে আওয়ামী ফ্যাসিবাদীরা লুকিয়ে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরা দেশকে অস্থিতিশীল করতে সুযোগের অপেক্ষায় রয়েছে। এদের হাতে থাকা মরণাস্ত্রগুলো দ্রুত উদ্ধার করতে হবে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শিগগিরই অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।’

বেলাল আহমদ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অবদান চিরদিন ইতিহাসে লেখা থাকবে। তারা আমাদের জাতীয় বীর। ইতিহাসের সোনার পাতায় তারা স্মরণীয় হয়ে থাকবেন।’

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিতে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, মশিউর রহমান বিপ্লব, আবু তালেব ও অ্যাডভোকেট শাহানা আক্তার শানু।

এ ছাড়া অনুষ্ঠানে ফেনী জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপিসহ বিভিন্ন উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস

১৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

জালনোটসহ তিন কিশোর আটক

ঢাকায় শীত অনুভব, সকালে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

চলতি বছর ভূমধ্যসাগরে রেকর্ড অভিবাসীর মৃত্যু

রাজধানীতে আজ কোথায় কী

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে চলন্ত বাসে আগুন

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই : মান্না

১০

মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

১১

জামালপুরে একাধিক পয়েন্টে চেকপোস্ট

১২

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৩

ইভ্যালির রাসেলের কারাদণ্ডসহ অর্থদণ্ড

১৪

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

১৫

ঝুঁকি নিয়ে খেয়া পারাপার

১৬

আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ছিল ৯ রাউন্ড গুলির খোসা

১৭

উত্তরায় যুব-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অবস্থান

১৮

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

১৯

চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার কফিল উদ্দিনের

২০
X