ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৮:২৫ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : কালবেলা

ময়মনসিংহে বিভিন্ন স্থানে শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে বানার নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৯টা পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ময়মনসিংহ নগরীতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পুকুরে গোসল করতে নেমে আবু হুরায়রা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আবু হুরায়রা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কোনাচিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত। বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে তলিয়ে গেলে দুপুর ২টায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নগরের ব্রাক্ষ্মপল্লী এলাকার জারিফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ৬ তালার আবাসিক বিল্ডিংয়ে লিলি বেগম (৫০) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এ ছাড়া জেলার ত্রিশালে রতন চন্দ্র দাস (২৬) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ফাতেমা নগর স্টেশনের পাশের ফসল জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাত ও একটি হাত ভাঙা ছিল। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রতন চন্দ্র সাহা উপজেলার নলছিড়ি গ্রামের মতিলাল চন্দ্র সাহার ছেলে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

জেলার ভালুকা উপজেলার কাচিনা গ্রামের তালগাছের মরাডাল কাটতে গিয়ে ফিরোজ মিয়া (৫৫) নামে এক শ্রমিকের গাছেই মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত গুঞ্জন আলী সরকারের ছেলে। ডাল কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে আঘাত পেয়ে গাছেই মৃত্যু হলে ফায়ার সার্ভিসের লোকজন গাছ থেকে মরদেহ উদ্ধার করেন।

জেলার নান্দাইলে বাঁশ বাগান থেকে ঝুলন্ত অবস্থায় আসমা খাতুন (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় খারুয়া ইউনিয়নের হালিউড়া উত্তরপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসমা খাতুন ওই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। জেলার গফরগাঁও উপজেলায় নৌকা থেকে পড়ে সেলিম (৪২) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি ত্রিশাল উপজেলার মনোহর চিকনা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জেলার ভালুকা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে নদীপথে ফরিদপুরে কেল্লা শাহ-র মাজার যাওয়ার সময় গফরগাঁওয়ের বানার নদে ট্রলার থেকে পড়ে গিয়ে বুধবার রাত ৪টার দিকে দুইজন নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে সেলিম। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খোঁজাখোঁজি করেও কোনো সন্ধান দিতে পারেনি।

তাছাড়া ফুলপুরে সদর ইউনিয়নের আলোকদি গ্রাম থেকে খলিলুর রহমান ওরফে নিকেল (৪৫) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরে বুধবার রাত ৯টার দিকে একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। তার বুকে ও গলায় আঘাতের চিহ্ন থাকায় এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, হত্যার ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে, অধিকাংশ ঘটনায় অপমৃত্যু। এসব রোধ করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

হরিণের মাংসসহ আটক ৮

যে বিলাসবহুল নেশায় বছরে ৬০ কোটি টাকারও বেশি খরচ করেন হলান্ড

পাটুরিয়ায় ফেরিঘাটে ভাঙন, ৪ নম্বর ঘাটও ঝুঁকিতে

দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে যে ৫ ফল

আপনি কি জানেন, কেন তালার নীচে ছোট্ট ছিদ্র থাকে?

বিয়ের প্রস্তাব দেওয়ার পর জর্জিনাকে কত টাকার উপহার দিয়েছেন রোনালদো?

ফ্রিজে রাখা কাটা পেঁয়াজ কি খাওয়া উচিত, যা বলছেন বিশেষজ্ঞ

লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে আড়ালের চেষ্টা

১০

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যায়

১১

বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন কত

১২

ডিএমপিতে অনলাইন জিডি করবেন যেভাবে

১৩

৪ জনের মরদেহ উদ্ধার / ‘আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো’ লেখা চিরকুটে আরও যা ছিল

১৪

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন 

১৫

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

১৬

১০৭ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়েন নুর জাহান

১৭

প্রেম, স্মৃতি আর বিদায়ের গল্পে লিসা-কেনতারো

১৮

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

১৯

আমিরের সঙ্গে দিব্যর স্বপ্নময় মুহূর্ত

২০
X