সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসক।
বৃহস্পতিবারের (৭ সেপ্টেম্বর) মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছিল। এর আগে গত ৫ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করে বলেন এটি দাপ্তরিক বিষয়।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও তৎকালীন ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। আমি কারণ দর্শানো নোটিশের জবাব দেব।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, চৌহালী উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থ আত্মসাতের বিষয়ে এই মর্মে অভিযোগ পাওয়া যায়, চৌহালী উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ১৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ম বহির্ভূতভাবে উপজেলা পরিষদের সকল সদস্যদের অগোচরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নামে এবং বেনামে প্রকল্প তৈরি করে আত্মসাৎ করেছেন।
‘এ বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রদত্ত প্রতিবেদনে অনুযায়ী প্রতীয়মান হয়েছে, প্রকল্প গ্রহণের প্রক্রিয়া যথাযথ ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছাড়া উপজেলা পরিষদের অন্যান্য সদস্য সম্পৃক্ত ছিলেন না এবং প্রকল্পগুলো বাস্তবায়নে বিলম্ব হয়েছে, যা বিতর্কের সৃষ্টি করেছে। উল্লেখ্য, যে বর্ণিত সময়ে আপনি চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে ছিলেন।’
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা অবস্থায় আপনার ওই কার্যক্রম সরাসরি চাকরি শৃঙ্খলা পরিপন্থি। এমতবস্থায় আপনার আচারণের জন্য আপনার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন সুপারিশ করা হবে না, সে বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর তারিখের মধ্যে কারণ দর্শাতে বলা হলো।
উল্লেখ্য, চৌহালীতে নামে বেনামে প্রকল্প দেখিয়ে ও গোপন কার্য বিবরণীর মাধ্যমে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ১৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার এবং বর্তমান সহকারী কমিশনার (ভূমি) ও তৎকালীন ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে।
এ বিষয়ে গত ১৩ আগস্ট চৌহালী উপজেলার খাষকাউলিয়া পশ্চিম জোতপাড়া গ্রামের আকবর আলীর ছেলে বেল্লাল হোসেন জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এরই প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রায়হান কবিরকে তদন্তের দায়িত্ব দেন জেলা প্রশাসক। গত ৫ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
মন্তব্য করুন