বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৭

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ফার্নিচারবোঝাই একটি পিকআপভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের মালিক আরিফ হোসেন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ এরইমধ্যে ৭ ডাকাতকে গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার ও বার্মিজ চাকু উদ্ধার করেছে।

গ্রেপ্তার হওয়ারা হলেন শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তর পাড়ার রাতুল, শাবরুল কারিগর পাড়ার তারেক হোসেন, বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়ার সুমন প্রামানিক, একই উপজেলার সুলতানগঞ্জ পাড়ার সাব্বির পাশা ওরফে শাওন, মোস্তফা পাশা ওরফে শ্যামল, কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল এবং রাসেল আহম্মেদ।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত সোয়া ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বছিলা এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার ফার্নিচারবোঝাই একটি পিকআপ গাইবান্ধা ও দিনাজপুরগামী রওনা দেয়। ভোর রাত সাড়ে ৪টার দিকে গাড়িটি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক ওভারপাস এলাকায় পৌঁছালে ৩টি প্রাইভেটকারে থাকা ১৪-১৫ জনের একদল ডাকাত টর্চলাইটের সংকেতে গাড়ি থামায়। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক আল আমিন (৩৫) ও হেলপার রফিককে (৪৫) হাতকড়া পরিয়ে হাত-পা বেঁধে প্রাইভেট কারে তুলে নেয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি স্মার্টফোন, ড্রাইভিং লাইসেন্স ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ভোর ৫টার দিকে বগুড়া দ্বিতীয় বাইপাসের ঘুনিয়াতলা এলাকায় চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে পিকআপ মালিক মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আরিফ হোসেন বাদী হয়ে ১৩ আগস্ট শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের দিন রাতেই সন্দেহভাজন হিসেবে রাতুলকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে মোট ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়াদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া লুণ্ঠিত মালামাল এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতঙ্কের নগরীতে পরিণত গাজা, নিহত আরও ৭৫

আফগানিস্তানে তৃতীয় ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল পাকিস্তানের একাধিক অঞ্চল

খুনসুটিতে ব্যস্ত নুসরাত

সাড়ে ৩ ঘণ্টায় জোড়া লাগানো হলো পলিথিনে আনা বিচ্ছিন্ন হাত

বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত? 

ব্রাজিলের কাছে পাত্তাই পেল না চিলি, দাপুটে জয় সেলেসাওদের

দেশের মাটিতে শেষ ম্যাচেও মেসির রেকর্ড

দেশের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি: মেসি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

ফিলিস্তিনি অধিকার গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

১১

চলে গেলেন ‘আরমানি’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা

১২

শুক্র-শনিবার ছুটিসহ নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, পাবেন আরও সুবিধা

১৩

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

১৪

যে ৫ ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না

১৫

আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচে মেসির জোড়া গোল

১৬

চিলির বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৭

দেশের মাটিতে শেষ ম্যাচে মেসির জাদুকরী গোল

১৮

৫ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৯

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

২০
X