চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্সে নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

চাঁদপুর মডেল থানা , ইনসেট মো. মুরাদ হোসেন। ছবি : কালবেলা
চাঁদপুর মডেল থানা , ইনসেট মো. মুরাদ হোসেন। ছবি : কালবেলা

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মো. মুরাদ হোসেন চাঁদপুর শহরের প্রফেসর পাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা বেপারীর ছেলে। আনঞ্জুমান নামীয় অ্যাম্বুলেন্সটি তিনি ভাড়ায় চালান। ধর্ষণের শিকার ওই নারী জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় ওই নারীর ছোট বোনজামাতা সদর মডেল থানায় মুরাদ হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা নামক স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে। ওই সময় ওই সড়কে থানার উপপরিদর্শক (এসআই) ইবাদুল হক ও সঙ্গীয় ফোর্স টহলরত অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে থামানো অবস্থায় দেখে সন্দেহে হলে তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সসহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন।

গ্রেপ্তার চালক ও অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলে জানা গেছে, চালক মুরাদ হোসেন ঢাকা থেকে রোগী নিয়ে পাশের লক্ষ্মীপুর জেলায় যান। সেখান থেকে চাঁদপুরে আসার পথে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘুরাঘুরি অবস্থায় কয়েকজনের সহযোগিতায় ওই নারীকে যাত্রীবেশে তার অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে আসে। এরপরে সবাই নেমে গেলে অ্যাম্বুলেন্সের মধ্যে ওই নারীকে একা পেয়ে জোরপূর্বক ধষর্ণের ঘটনা ঘটান।

স্বজনরা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন এবং স্বামী পরিত্যক্তা। তার বাবা মার সাথে বাড়িতে থাকেন। মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীনতার কারণে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যেত। মানসিক ভারসাম্যহীন ওই নারী বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির সকলের অজান্তে বের হয়ে যায়। এরপর বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে পায়নি। শনিবার চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাধ্যমে সংবাদ পায় নিখোঁজ নারী থানা হেফাজতে।

নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুর সরকারি হাসপাতাল এলাকায় অবস্থানরত একাধিক অ্যাম্বুলেন্স চালক জানান, মুরাদের এ ঘটনাই শুধু নয়, হাসপাতালের কর্মচারী ও সহযোগী অ্যাম্বুলেন্স চালকদের সাথে প্রায় সময় অসৌজন্যমূলক আচরণ করেন। চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা রোগীদের ঢাকা মেডিকেলে না নিয়ে অন্য হাসপাতালে নিয়ে যান। এটা তার নতুন কাজ নয়, পুরনো অভ্যাস।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জানতে পেরেছি ওই নারী মানসিক ভারসাম্যহীন। প্রায় সময় নিজ বাড়ি থেকে বের হয়ে যেত। লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘুরাঘুরি অবস্থায় অ্যাম্বুলেন্স চালক তাকে তুলে নিয়ে আসে। এই ঘটনায় তার আত্মীয় থানায় মামলা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি নিয়ে সুখবর

নুরাল পাগলার আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগের পেছনে যা ছিল

জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের

বিলের পানিতে গোসলে নেমে প্রাণ গেল ২ বোনের

কাজে দেরিতে আসায় তিন জেলেকে মারধর, অতঃপর...

আলোচনা ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা

থমথমে হাটহাজারী, ১৪৪ ধারা জারি

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যেসব অস্ত্র নিয়ে প্রস্তুত হচ্ছে ভেনেজুয়েলা

টাঙ্গাইলে একইস্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১০

রাজবাড়ীর ঘটনায় ইসলামী আন্দোলনের বিবৃতি

১১

রাজবাড়ীর ঘটনায় মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে : জামায়াত

১২

অমর্ত্যের ভিপি প্রার্থিতা ফেরত চাইলেন মেঘমল্লার বসু

১৩

জশনে জুলুস / জামেয়ার ময়দানে নিহত সাইফুলের জানাজা অনুষ্ঠিত

১৪

স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপালেন গণঅধিকার পরিষদ নেতা

১৫

জশনে জুলুসে পানি পান করাচ্ছেন জামায়াত নেতা!

১৬

বিশ্বকাপ ফাইনালের পর মেসিদের সঙ্গে রিম্যাচ প্রস্তাব, রাজি হননি এমবাপ্পে

১৭

লোহার ব্রিজের উপর দাঁড়িয়ে জসনে জুলুস দেখছিলেন তারা, অতঃপর...

১৮

সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৯

নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলছিল মরদেহ

২০
X