সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দুইদিনে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

সরিষাবাড়ী থানা। ছবি : কালবেলা
সরিষাবাড়ী থানা। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শহরে নাশকতা সৃষ্টির অভিযোগে দুই মামলায় বিএনপির ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গত ৩১ আগস্টে দায়ের করা মামলায় ২ জনকে এবং গত শনিবার (৯ সেপ্টেম্বর) করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শিব্বির আহমেদ বাদী হয়ে এ মামলাটি করেন।

সরিষাবাড়ী থানা-পুলিশ জানায়, শুক্রবার রাতে ডোয়াইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে - বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা পালিয়ে যান। সেখান থেকে ডোয়াইল ইউনিয়ন বিএনপির ২ সদস্য, কামরাবাদ ইউনিয়ন বিএনপির ২ সদস্য এবং ভাটারা ইউনিয়নের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও গত মাসে বিশেষ ক্ষমতায়নে বিস্ফোরক মামলায় আরও ৫ জন এজাহার নামীয় আসামির মধ্যে ২ জনকে ও শনিবার দিবাগত রাতে আটক করা হয় এবং আজ বিকেল ৩টায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা নৈলাগোলা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন মন্টু (৪৫), মো. হ্যানিস রহমান (৩৮) এবং কামরাবাদ ইউনিয়ন কান্দারপাড়া গ্রামের মো. জামাল উদ্দিন (৪৫) ও মো. বাদল মিয়া (৫৫) এবং ভাটারা ইউনিয়নের কৃষ্ণরামবাড়ী গ্রামের হাসানুজ্জামান ফটিক (৫৫) এবং সাবেক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর ৫ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার সুজন মিয়া (৪০) এবং মহাদান ইউনিয়নের শিবপুর শ্যামের পাড়া গ্রামের মো. রুবেল মিয়া (৩২)।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার এসআই শিব্বির কালবেলাকে জানান, গ্রেপ্তারকৃত আসামিরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার উদ্দেশে সংঘটিত হচ্ছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের (৯ ও ১০ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, বিএনপির জনস্রোত ঠেকাতে সরকার তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গায়েবি মামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

১০

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১১

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

১২

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

১৩

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

১৪

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

১৫

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

১৬

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

১৮

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

১৯

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা হচ্ছে

২০
X