সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দুইদিনে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

সরিষাবাড়ী থানা। ছবি : কালবেলা
সরিষাবাড়ী থানা। ছবি : কালবেলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শহরে নাশকতা সৃষ্টির অভিযোগে দুই মামলায় বিএনপির ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গত ৩১ আগস্টে দায়ের করা মামলায় ২ জনকে এবং গত শনিবার (৯ সেপ্টেম্বর) করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শিব্বির আহমেদ বাদী হয়ে এ মামলাটি করেন।

সরিষাবাড়ী থানা-পুলিশ জানায়, শুক্রবার রাতে ডোয়াইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে - বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা পালিয়ে যান। সেখান থেকে ডোয়াইল ইউনিয়ন বিএনপির ২ সদস্য, কামরাবাদ ইউনিয়ন বিএনপির ২ সদস্য এবং ভাটারা ইউনিয়নের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও গত মাসে বিশেষ ক্ষমতায়নে বিস্ফোরক মামলায় আরও ৫ জন এজাহার নামীয় আসামির মধ্যে ২ জনকে ও শনিবার দিবাগত রাতে আটক করা হয় এবং আজ বিকেল ৩টায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা নৈলাগোলা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন মন্টু (৪৫), মো. হ্যানিস রহমান (৩৮) এবং কামরাবাদ ইউনিয়ন কান্দারপাড়া গ্রামের মো. জামাল উদ্দিন (৪৫) ও মো. বাদল মিয়া (৫৫) এবং ভাটারা ইউনিয়নের কৃষ্ণরামবাড়ী গ্রামের হাসানুজ্জামান ফটিক (৫৫) এবং সাবেক মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর ৫ নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার সুজন মিয়া (৪০) এবং মহাদান ইউনিয়নের শিবপুর শ্যামের পাড়া গ্রামের মো. রুবেল মিয়া (৩২)।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার এসআই শিব্বির কালবেলাকে জানান, গ্রেপ্তারকৃত আসামিরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার উদ্দেশে সংঘটিত হচ্ছিল। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের (৯ ও ১০ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, বিএনপির জনস্রোত ঠেকাতে সরকার তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গায়েবি মামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল : সাংবাদিক সোহেল

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ময়মনসিংহে ট্রেনে আগুন

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র দেড় লাখ মানুষের দেশ

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

১০

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

১১

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

১৩

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

১৪

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

১৫

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

১৬

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

১৭

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

১৮

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

১৯

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

২০
X