শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে খুলনার সব অ্যাকাডেমিক কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে এ আদেশ বলবৎ থাকবে।
খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ এর সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলার সব অ্যাকাডেমিক কোচিং কার্যক্রম সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে বন্ধ থাকবে।
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে সবাইকে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ এর অনুশাসন মেনে চলতে অনুরোধ করা হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন