কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে : ড. আযাদ

বক্তব্য রাখছেন ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতির কাছে মৌলিক সংস্কার করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ লক্ষ্যে ইতোমধ্যে জুলাই জাতীয় সনদের প্রণয়ন করতে যাচ্ছেন। তবে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

শুক্রবার (৩ অক্টোবর) কক্সবাজারের মহেশখালী ও শাপলাপুর ইউনিয়ন জামায়াতের তৃণমূল নেতাদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহেশখালী কুতুবদিয়ার উন্নয়ন প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, আমাদের দুটি উপজেলা অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময়। এখানে পর্যটন শিল্পের জন্য বিশাল সমুদ্রসৈকত, লবণ, চিংড়ি, পানসহ অনেক প্রাকৃতিক গ্যাস, মৎস্য, ইউরেনিয়ামের মতো মূল্যবান সম্পদ রয়েছে, যা নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ সম্ভাবনাকে বিকশিত করার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

তিনি বলেন, মহেশখালীর মাতারবাড়ীতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ মাস্টার প্লান বাস্তবায়ন হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। কোনো মানুষ বেকার থাকবে না। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণসহ মাস্টার প্লান বাস্তবায়ন করে মহেশখালী-কুতুবদিয়াকে বিশ্বের কাছে তুলে ধরতে পারলে আমাদের দ্বীপ দুটি সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে।

হামিদুর রহমান আযাদ বলেন, আমার ঘরে খাবারের আয়োজন চলবে আর পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে? তা কখনো হতে দেওয়া হবে না। তিনি গভীর সমুদ্র বন্দরে নিয়োজিত শ্রমিকের ৫০ ভাগ শ্রমিক স্থানীয়ভাবে নিয়োগ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

ড. হামিদুর রহমান আযাদ ২০২৬ সালের নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী নির্বাচনই নির্ধারণ করবে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে নাকি আবার নতুন ফ্যাসিবাদের পুরুত্থান হবে। আগামী নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ ৫৪ বছরের ব্যর্থ রাজনীতির পথে হাঁটবে না নতুন ধারায় ক্ষুধা, দরিদ্রমুক্ত, চাঁদাবাজ, দখল বাণিজ্য ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। সব কিছু নির্ভর করবে আপনার আমার সুচিন্তিত সিদ্ধান্তের উপর। তাই ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

পৃথক পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. সোহেল, শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মনির। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, অধ্যক্ষ আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাস্টার শামিম ইকবাল, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মাস্টার আনসারুল্লাহ হেলালী, নুরুল আমিন শান্তসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১০

আবারও ইনজুরিতে ইয়ামাল

১১

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১২

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৩

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৪

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১৫

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৬

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৭

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৮

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৯

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

২০
X