শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে কী বলছে মাউশি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত ছুটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি বলছে, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১২ দিনের এই ছুটি ৭ অক্টোবর পর্যন্তই বলবৎ থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১২ দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। তবে কোন স্তরের বা কোন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ছুটি প্রযোজ্য- তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে এই সময়ের মধ্যে কোনো পরীক্ষা না নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ছুটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী জানান, অবকাশকালীন ছুটি ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ৮ অক্টোবর থেকে শ্রেণিকাজ স্বাভাবিকভাবে চালু হবে। তবে ৮ ও ৯ অক্টোবর কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্রজ্ঞাপন ভুলভাবে ব্যাখ্যা করে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণ সঠিক নয়। তিনি স্পষ্ট করে বলেন, চিঠির উদ্দেশ্য ছিল কেবল ৮ ও ৯ অক্টোবর পরীক্ষাবিহীন দিন নিশ্চিত করা, ছুটি বাড়ানো নয়।

তিনি আরও বলেন, যারা ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে তারা ভুল করেছে। মন্ত্রণালয়ের নির্দেশনা খুবই পরিষ্কার, এ বিষয়ে বিভ্রান্ত হলে সরাসরি মাউশির সঙ্গে যোগাযোগ করে ব্যাখ্যা জানা যাবে। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠান তাদের ভুল বুঝতে পেরে ৮ অক্টোবর থেকেই শ্রেণি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি উল্লেখ করেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনায়; উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে জানানোর কোনো বিষয় নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১০

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১১

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১২

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৩

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৪

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৫

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৬

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৭

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

১৮

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

১৯

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কয়ার দুর্গা উৎসব

২০
X