সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুট ও বৈষম্যবিরোধীর মামলাসহ ১৫ মামলায় পলাতক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম কাজী আব্দুল অদুদ আলফু মিয়া। তিনি ভোলাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রতন শেখ কালবেলাকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে গ্রেপ্তার করেছি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরোধে সাদাপাথর লুটের মামলা ও বৈষম্যবিরোধী মামলাসহ ১৫ মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাদাপাথর-বালু লুটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় দ্রুত আনা হবে।
মন্তব্য করুন