রংপুরের পীরগাছায় রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এ চক্রের নেতৃত্ব দিচ্ছেন উপজেলার রামগোপাল এলাকার বাসিন্দা জাফর হোসেন।
বুধবার (০৮ অক্টোবর) ভোরে ওই এলাকার একটি রাস্তার ধারে তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সেগুলো আটক করে। পরে ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি গ্রামপুলিশ পাঠিয়ে কাটা গাছগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান।
অভিযুক্ত জাফর হোসেন ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সংঘবদ্ধ চক্রটি গভীর রাতে রাস্তার দুই পাশের গাছ কেটে বিক্রি করে আসছে। বুধবার ভোরে রামগোপাল আনন্দবাজারের দক্ষিণ পাশে রামগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার কাঁচা রাস্তার ধারে বড় আকারের তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়। এসব গাছের বাজারমূল্য আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ভোরে জাফর হোসেনসহ কয়েকজনকে গাছ কাটতে দেখা গেছে। এই গাছগুলো ছিল সরকারি সম্পদ। প্রশাসন যেন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।
অভিযোগের বিষয়ে জাফর হোসেন জানান, তিনি নিয়ম মেনেই গাছগুলো কেটেছেন।
তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রশিদ মুকুল বলেন, ঘটনার খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করা গাছগুলো ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হয়েছে। সরকারি সম্পদ রক্ষা করা সবার দায়িত্ব। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল বলেন, সরকারি গাছ কাটা একটি গুরুতর অপরাধ। আমরা বিষয়টি তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন