চলমান অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তারা। এদিন দলের পক্ষে জোড়া গোল করেন ক্যারিসো। এ ছাড়া একটি করে গোল করেন সারকো ও সিলভেট্টি।
খেলার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম মিনিটেই ডিলান গোলোসিতোর পাস থেকে আলেহো সারকো গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেন। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি আলবিসেলেস্তাদের। ম্যাচের ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে মাহের ক্যারিসো গোলরক্ষকের পোস্টে লেগে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়িয়ে করেন ২-০।
প্রথমার্ধের শেষ দিকে নাইজেরিয়া দুটি সুযোগ পেয়েছিল গোল পরিশোধের, তবে আর্জেন্টিনার গোলরক্ষক বারবি দুর্দান্তভাবে তা প্রতিহত করে দলকে ক্লিন শিট ধরে রাখতে সাহায্য করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে বলের দখল নিতে চেষ্টা করে নাইজেরিয়া, তবে গোছালো আক্রমণ করতে ব্যর্থ হয় তারা। উল্টো আরও এক গোল হজম করে বসে তারা। মাঝমাঠে বল ছিনিয়ে নিয়ে মিল্টন ডেলগাডো নিখুঁত এক পাস বাড়ান মাহের ক্যারিসোর উদ্দেশ্যে। দারুণ ফিনিশিংয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ম্যাচের চতুর্থ গোলটি আসে সিলভেট্টির পা থেকে। প্রতিপক্ষের রক্ষণভেদ করে চমৎকার এক ড্রিবল শেষে গোলরক্ষকের ডানপাশ দিয়ে বল জালে পাঠান এই ফুটবলার।
সহজ এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ মেক্সিকো।
মন্তব্য করুন