চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩১ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য রাখেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য রাখেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ব্রেস্ট ক্যানসার নারীদের মধ্যে অন্যতম প্রাণঘাতী রোগ হলেও সময়মতো স্ক্রিনিং, পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পার্কভিউ হাসপাতাল লিমিটেড আয়োজিত এক সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ডা. এ কে এম ফজলুল হক।

ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাস্থ্যখাতে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি গঠনে কাজ করছে। ব্রেস্ট ক্যানসার সচেতনতার অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে গোলাপি আলোয় আলোকিত করা হয়েছে। মেডিকেল কলেজ চত্বর থেকে প্রবর্তক মোড়, সার্কিট হাউস এলাকা ও চট্টেশ্বরী এলাকা পর্যন্ত এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। প্রথমদিকে অনেকেই এটিকে উৎসব মনে করেছিলেন, পরে সবাই বুঝেছেন এটি ব্রেস্ট ক্যানসার সচেতনতার প্রতীক। এর মাধ্যমে সাধারণ মানুষ রোগ সম্পর্কে অবহিত হচ্ছে এবং সময়মতো চিকিৎসা গ্রহণে উৎসাহ পাচ্ছে।

তিনি আরও বলেন, নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। অনেকেই সংকোচবশত প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেন না। সময়মতো পদক্ষেপ নিলে ব্রেস্ট ক্যানসারসহ অন্যান্য রোগও প্রতিরোধ করা সম্ভব।

মেয়র বলেন, পার্কভিউ হসপিটালের এই উদ্যোগ নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রামে ক্যানসার চিকিৎসা আরও সহজলভ্য করতে বাকলিয়ায় একটি বৃহৎ ক্যানসার হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি টাইফয়েড টিকাদান কর্মসূচির কথাও উল্লেখ করেন। আগামী ১২ অক্টোবর থেকে নয় মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৮ লাখ ২৭ হাজার শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। মেয়র জানান, বাইরে এই ভ্যাকসিনের খরচ প্রায় ১৪০০–১৫০০ টাকা হলেও নগরের প্রতিটি শিশু এই কর্মসূচির আওতায় আসবে।

অনুষ্ঠানে অনকোলজিস্ট ডা. ফজলে রাব্বি রিয়াদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এ আউয়াল। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন অনকোলজিস্ট ডা. শেফাতুজ্জহান এবং রেডিওলজি কনসালট্যান্ট ডা. উম্মে ইফাত সিদ্দীকি।

বক্তারা ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণই ব্রেস্ট ক্যানসারজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

এই ৪ ভুল করছেন? তাহলে নিজেই ত্বকের ক্ষতি ডেকে আনছেন

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের ওপর ওঠেও রক্ষা পেল না যুবক

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট

শান্তিতে নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের ‘বিস্ফোরক’ মন্তব্য

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

টানা ৩ দিন ৪ ঘণ্টার কম ঘুমালে কী হতে পারে, জানেন?

১০

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

১১

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

১২

বিশ্ব ডিম দিবস আজ

১৩

ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

১৪

দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট 

১৫

আ.লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

১৬

নিউজিল্যান্ড ম্যাচের আগে সুখবর পেল বাংলাদেশ

১৭

ক্যাবরেরা নিয়ে সমালোচনার ঝড়, বাফুফে সভাপতির সংযত প্রতিক্রিয়া

১৮

বিয়ে করে বিপাকে সারা খান

১৯

বন্ধ হলো শরৎ উৎসব

২০
X