বগুড়া ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে : তারেক রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। ছবি : কালবেলা
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। ছবি : কালবেলা

বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসাক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প শেষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা যদি এ দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারি, তাহলে চিকিৎসাক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে। যাতে হাসপাতালের রোগীদের আর মাটিতে শুয়ে থাকতে না হয়। ভবিষ্যতে বাড়তি রোগীদের সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করব। যাতে কেউ চিকিৎসাবঞ্চিত না হয়।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফারমার্স কার্ড দেব। শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শেখানো হবে। ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা ভালো চাকরি পায়। চাকরি না করলে নিজেই যেন কর্মসংস্থানের সৃষ্টি করে আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারে।

তারেক রহমান আরও বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র মানুষের মাঝে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সৈনিকদের গড়ে উঠতে হবে। যাতে নিজেদের সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি এবং বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াতে পারি। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এটি হোক আমাদের আগামী দিনের শপথ, আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, আগামী রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আমরা রাজনীতি মানুষের জন্য করি। আমরা নারী, শিক্ষা, বয়স্ক, চিকিৎসা, কৃষক ও কৃষি বিষয়ে পরিকল্পনা করি। আল্লাহপাক আমাদের সৃষ্টি করেছেন দায়িত্ব পালন করার জন্য। ২৭ বছর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। যেহেতু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, আমাদের উদ্যোগ নিতে হবে মানুষ যাতে কম অসুস্থ হয়। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে কি করলে মানুষের ডায়াবেটিস হবে না, হৃদরোগ হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি। আর্তমানবতার সেবায় আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে কাজ করতে পারি। এ ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের আত্মত্যাগ ও মানুষের জন্য পথচলা ইতিহাস হয়ে থাকবে। স্বল্প সামর্থ্যে বহু মানুষকে আকাশচুম্বী সফলতা দিয়েছে এ ফাউন্ডেশন, যা আগামীতে দৃষ্টান্ত স্থাপন করবে। আগামীতে হয়তো আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে এ জিয়াউর রহমান ফাউন্ডেশন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।

শুভেচ্ছা বক্তব্য দেন- বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাজাহান আলী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, বগুড়া হেলথ ক্যাম্প ম্যানেজমেন্ট উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. ইউনুস আলী।

এর আগে প্রায় সাত হাজার অসহায় ও দরিদ্র রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। বাগবাড়ী শহীদ জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত এ চিকিৎসাসেবায় ১৭০ চিকিৎসক, যার মধ্যে ৮০ বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন ধরে রোগীদের চিকিৎসা প্রদান করেন।

সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এ ক্যাম্পে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ চিকিৎসা নিতে আসেন। দীর্ঘদিন অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন চিকিৎসা, কৃষি, শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বগুড়াসহ সারা দেশে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সুষ্ঠু তদন্তের দাবি জমিয়তের

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়ছে শিক্ষার্থীদের

উপজেলা বিভাজন নিয়ে ফটিকছড়িতে অসন্তোষ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত দাবি ফখরুলের

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন

মাজারে মানত শেষে ফেরার পথে প্রাণ গেল নারীর

রাকসু নির্বাচনে পরিকল্পনার থেকে বেশি খরচ হয়েছে : নির্বাচন কমিশনার

এগুলো কি নিছক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড নিয়ে আজহারির প্রশ্ন

উইন্ডিজদের বিপক্ষে জয় এনে দিয়ে যা বললেন রিশাদ

পাঁচ দিনে দেশে ৩ ভয়াবহ আগুন, যা বলছেন আজহারি

১০

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে, সূত্রপাত নিয়ে যা বললেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

১১

কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১২

‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলবো’

১৩

বিএনপি অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স : খায়রুল কবির

১৪

রাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়

১৫

কার্গো ভিলেজের আগুন নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

১৬

রোববার শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’

১৭

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় স্বামীর বন্ধু গ্রেপ্তার 

১৮

৫ দিনে গুরুত্বপূর্ণ ৩ স্থানে ভয়াবহ আগুন

১৯

সিলেটে এনআইডি কার্ড ছাড়া ট্রেন ভ্রমণ বন্ধ : ডিসি সারোয়ার

২০
X