মার্কস অলরাউন্ডারের মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে শুরু হওয়া প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।
১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মহিম ইনস্টিটিউশন, ফরিদপুর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদারীপুর ও ভিক্টোরিয়া হাইস্কুল, সিরাজগঞ্জ স্কুলের শিক্ষার্থীরা।
পরে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রামের সীতাকুণ্ড, ভোলা ও বগুড়া জেলায়।
প্রতিযোগিতায় ৩টি গ্রুপ থেকে সেরা তিনজন অলরাউন্ডার প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি, আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মাঝে মোট ১ কোটি টাকারও বেশি উপহার ও বৃত্তি প্রদান করা হবে।
গ্র্যান্ড ফিনালেতে ৩টি গ্রুপের ফার্স্ট রানার-আপ ও সেকেন্ড রানার-আপ পাবেন যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
এ ছাড়া প্রতিটি গ্রুপের ৬টি বিষয়ে সেরা তিনজন করে মোট ৫৪ জন সেরা পারফর্মার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করবেন। জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার। পর্যায়ক্রমে সারা দেশে ১০০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়গুলো হলো— জুনিয়র স্কুলের (প্লে থেকে চতুর্থ) বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা।
মিডল স্কুলের (পঞ্চম-অষ্টম) বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
হাইস্কুল এবং কলেজের (নবম-দ্বাদশ) বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।
মন্তব্য করুন