চট্টগ্রামের মিরসরাইয়ে মাজারে মানত শেষ করে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে খতিজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খতিজা বেগম উপজেলা দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার মো. হানিফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, খতিজা বেগম শনিবার দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় মামা ফকির আস্তানায় মাজারে মানত শেষ করে রেললাইনের পথধরে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ ছিদ্দিক কালবেলাকে বলেন, শনিবার দুপুরে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে খতিজা বেগম নামে এক নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন