তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫১ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১৩ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা : আনিসুল হক

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। ছবি : কারবেলা
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। ছবি : কারবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; বরং জনগণের জীবনমান উন্নয়ন, দুর্নীতি দমন ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের একটি বাস্তব রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে উপজেলা বিএনপির তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বিএনপি কখনোই জনগণ থেকে বিচ্ছিন্ন নয়। গ্রাম থেকে শহর, কৃষক থেকে শ্রমিক—সবাই আজ বিএনপির সঙ্গে আছে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন সত্ত্বেও আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। এ সম্পর্কই আগামী পরিবর্তনের মূল শক্তি।

তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার দূরদর্শী নেতৃত্বে বিএনপি শুধু সরকার নয়, নতুন রাষ্ট্র গঠন করবে—যেখানে আইনের শাসন, জবাবদিহিতা ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়ব।

দলের শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুশৃঙ্খল ও গণমানুষের সংগঠন। কেউ যদি দলীয় পদ-পদবি ব্যবহার করে জলমহাল দখল, ভূমি দখল, চাঁদাবাজি বা কোনো অপরাধে জড়ায়, তাহলে তাদের বিএনপিতে কোনো স্থান থাকবে না। সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে আমি অতীতেও সোচ্চার ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।

কৃষক ও জনগণের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আনিসুল হক বলেন, আমাকে যদি তারেক রহমান সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন দেন এবং আমি নির্বাচিত হতে পারি, তাহলে কৃষকের সার্বিক উন্নয়নই হবে আমার অঙ্গীকার। আমাদের কৃষক ভাইয়েরা দেশের খাদ্য নিরাপত্তার মেরুদণ্ড। আমি সবসময় কৃষকের পাশে ছিলাম, আছি, এবং সারাজীবন থাকব—ইনশাআল্লাহ।

সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া। তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হুদা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলম ভুট্টো, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলম তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

শিক্ষা ভবন অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ

মা-ছেলে হত্যা, মিলল চাঞ্চল্যকর তথ্য

পড়াশোনায় সাফল‍্য থাকবে সকালের যে ৫ অভ‍্যাসে

কচুরিপানায় মিলল মানুষের কঙ্কাল

ছাতিম ফুলের মোহনীয় ঘ্রাণে মেতে ওঠে প্রকৃতি

লোকাল পারচেজ বিভাগে নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ

ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ

রাফাহ সীমান্ত বন্ধ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছেন নেতানিয়াহু

১০

১৯ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সালাউদ্দীন আলীকে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি প্রদান

১২

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৩

১৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা : আনিসুল হক

১৬

পর্তুগালে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

১৭

সাত কলেজের প্রস্তাবিত কাঠামো নিয়ে সাবেক ইডেন শিক্ষার্থীদের উদ্বেগ

১৮

কার্গো ভিলেজের আগুনের ঘটনায় ২৫ আনসার সদস্য আহত

১৯

খুলনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

২০
X