চাঁদপুরে একইসঙ্গে জন্ম নেওয়া ৪ সন্তানের মধ্যে ২ নবজাতকের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়ায় পুষ্টিহীনতায় ছিল এই মৃত্যুর কারণ। এমনটিই বলছেন চাঁদপুর প্রিমিয়ার হসপিটালের চিকিৎসক মিঠুন চক্রবর্ত্তী।
জানা যায়, ৪ নবজাতক জন্ম নেওয়ার প্রায় ৫ ঘণ্টার মধ্যেই ২ কন্যা সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর এক পুত্র ও কন্যা সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালের চিকিৎসক মিঠুন চক্রবর্ত্তী বলেন, এক সঙ্গে জন্ম নেওয়া ৪ সন্তানের মধ্যে ২ নবজাতকের মৃত্যু হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়ায় পুষ্টিহীনতায় ছিল এই ৪ নবজাতক। এতে ভূমিষ্ট হওয়ার প্রায় ৫ ঘণ্টার মধ্যেই ২ কন্যা সন্তান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর এক পুত্র ও কন্যা সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে তাদের মা ভালোভাবেই সুস্থ আছেন।
মন্তব্য করুন