মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

 তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা পূরণ হবে : মানিক

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিপূর্বক সমাবেশে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : কালবেলা
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিপূর্বক সমাবেশে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : কালবেলা

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলেই তা পূরণ হবে। যে নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে সেই নির্বাচন সন্নিকটে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রার্থীকে জয় লাভ করাতে ঐক্যবদ্ধভাবে জনগণের কাতারে থাকতে হবে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে কথা বলেছেন। তারেক রহমানের সুস্পষ্ট কথা আমরা যেন নিজেরা নিজেদের সঙ্গে কোনোরকম ঝগড়া-বিবাদ না করি। আগামী দিনের নির্বাচন করতে হলে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

নেতাকর্মীদের অনুরোধ করে তিনি বলেন, যাদের নামে অভিযোগ রয়েছে, মাদক, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। দল থেকে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জনগণের কাছে ভোট চাইতে হবে না।

বিএনপির এ নেতা বলেন, যতদিন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কোন এলাকায় কাকে মনোনয়ন দিয়েছে তা ঘোষণা না হয়, ততদিন পর্যন্ত আমরা ধানের শীষে ভোট চাইব। বাংলাদেশের জনগণের জন্য খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষ অপরিহার্য। তারুণ্যের যে চাওয়া তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা পূরণ হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ধর্মব্যবসায়ীরা জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার জন্য ভন্ডামি শুরু করেছে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন আকাশ এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাবেক নেতা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সহসভাপতি আফজাল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু,পৌর যুবদলের আহবায়ক শাহাজান কবির খোকা।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী ঢালী।

সমাবেশ ও র‍্যালিতে জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা অংশ নেয়। জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। র‍্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো রাজপথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসিসের সহায়ক কমিটি গঠন

বৃহত্তর সুন্নী জোটের জরুরি সভা অনুষ্ঠিত, যা বললেন জোটের নেতারা

সরকারি অর্থে বিদেশ ভ্রমণসহ যেসব ব্যয় বন্ধ থাকবে

ঝটিকা মিছিল : আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়ায় আজিজুল হক কলেজের লেক পরিষ্কার করল ছাত্রদল

ইনানী নয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবে জাহাজ

৮ দিন ধরে মুক্তা পানির উৎপাদন বন্ধ, আন্দোলনে প্রতিবন্ধী শ্রমিকরা

মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা, বাংলাদেশেও পড়বে প্রভাব

ভারতের মহড়া, আকাশসীমা বন্ধ ঘোষণা করল পাকিস্তান

১০

জামায়াতের আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল : মাওলানা বিল্লাল

১১

শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল পুলিশ

১২

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর

১৩

এল ক্লাসিকোয় আগুন জ্বেলে এখন সমালোচনার মুখে ইয়ামাল

১৪

টানা ৩ দফায় স্বর্ণের দাম কত কমলো?

১৫

সাতক্ষীরায় মাদক বিক্রির সময় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৭

যুবদল নেতা কলিম হাওলাদারের নেতৃত্বে জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা

১৮

রাবিতে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা

১৯

সেই ৫ উপদেষ্টাকে ছাড়া এক ঘণ্টাও টিকবে না ড. ইউনূসের সরকার : রাশেদ খান

২০
X