

বগুড়ার সোনাতলায় গৃহবধূর গোসলের মুহূর্ত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় মামা-ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে মামা-ভাগ্নেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শনিবার রাতে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের ফেরদৌস আলম (২৭) এবং তার মামা আবুল কালাম আজাদ (৪৫)।
পুলিশ জানায় দুই দিন আগে বৃহস্পতিবার ওই গ্রামের এক গৃহবধূ টিন দিয়ে ঘেরা গোসলখানায় গোসল করছিলেন। এ সময় পাশের বাড়ির প্রতিবেশি ফেরদৌস আলম গোপনে সেই গোসলের ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় ফেরদৌসের মামা আবুল কালাম আজাদ (৪৫)সহ তার সহযোগীরা শয়ন ঘরের দরজায় পাহাড়ায় ছিল। এ বিষয়ে ওই গৃহবধূ শুক্রবার বাদি হয়ে সোনাতলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ ফেরদৌস আলম ও মামা আবুল কালাম আজাদকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন