বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ তুলে নিল আন্দোলনকারীরা

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে অপসো স্যালাইন ফার্মার ছাঁটাইকৃত শ্রমিকরা। ছবি : কালবেলা
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে অপসো স্যালাইন ফার্মার ছাঁটাইকৃত শ্রমিকরা। ছবি : কালবেলা

চাকরিতে পুনর্বহালসহ দুই দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক টানা সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে অপসো স্যালাইন ফার্মার ছাঁটাইকৃত শ্রমিকরা।

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা।

অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। সৃষ্টি হয় সীমাহীন যানজট। ভোগান্তিতে পড়তে হয়েছে শত শত যাত্রীকে। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ সদস্যরা।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বগুড়া রোড অপসো স্যালাইন কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাঁটাইকৃত শ্রমিকরা। মিছিলটি নবগ্রাম রোড হয়ে হাতেম আলী কলেজ চৌমাথায় বরিশাল-ঢাকা মহাসড়কের সিএন্ডবি রোডে গিয়ে শেষ হয়। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন স্লোগান দেন তারা।

শ্রমিকদের মহাসড়ক অবরোধ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী এবং এনসিপিসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ওএসএল (অপসো স্যালাইন) ফার্মা লিমিটেডে শ্রম দিয়ে আসছিলেন। প্রথমে দৈনিক বেসিক রুলে প্রতিদিন ২২০ টাকার হাজিরায় কাজ করার পর প্রতিষ্ঠানটি তাদের মাস্টাররোলে অন্তর্ভুক্ত করে। কিন্তু মাত্র এক বছরের মাথায় হঠাৎ করেই ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করা হয়। এতে শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

ছাঁটাই হওয়া শ্রমিকরা অভিযোগ করেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ পরিকল্পিত এবং শ্রমিকবিরোধী। তাদের দাবি, আমাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে ১২০০ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিচ্ছে। এমনকি শ্রমিকদের আন্দোলনের মধ্যেই কোম্পানি একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। এটা স্পষ্টভাবে আমাদের সঙ্গে অন্যায় ও ষড়যন্ত্র।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক মো. মিজানুর রহমান জানান, দীর্ঘ ১৭ দিন ধরে তারা আন্দোলন করছেন। ইতোপূর্বে জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তরের উদ্যোগে দাবির বিষয় নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু অপসোনিন ফার্মা কর্তৃপক্ষ আমাদের দাবি মানেনি। চাকরিচ্যুত করার এক মাস আগে আমাদের অপসো স্যালাইন ফার্মায় একটি শ্রমিক ইউনিয়ন অনুমোদন হয়। এ কারণেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। ছাঁটাইকৃতদের পুনর্বহালের আগপর্যন্ত সংগ্রাম চলবে বলে জানিয়েছেন তিনি।

বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায়ভাবে ৫৭০ জন শ্রমিককে একযোগে ছাঁটাই করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের আন্দোলন চললে অপসো স্যালাইন ফার্মা নেতারা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল সিদ্ধান্ত নেয়নি। এমনকি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থাও করেনি। তাছাড়া প্রশাসনও শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়েছে। সেখানে প্রশাসন মালিক পক্ষের কথার ওপরে বেশি গুরুত্ব দিয়েছে। এ কারণে আজ (শনিবার) বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছে। দাবি না মানলে ভবিষ্যতে এর থেকেও কঠোর কর্মসূচি পালন করা হবে। এজন্য প্রশাসন এবং অপসো স্যালাইন কর্তৃপক্ষই দায়ী থাকবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান কালবেলাকে জানান, চাকরিতে পুনর্বহালের দাবিতে অপসো স্যালাইন ফার্মা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এ কারণে বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে জরুরি সেবা পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ ছিল। বিকেল সাড়ে ৩টায় শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকুপাংচার চীনের প্রাচীন চিকিৎসা

‘ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে’

সমাবেশে বক্তব্যকালে অসুস্থ, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান আইসিইউতে

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে : সাদিক কায়েম

সঞ্জুকে দলে টেনে অধিনায়কের নাম জানাল চেন্নাই

সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ভিসি আমানুল্লাহ

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

২৬ টুকরো লাশের মামলায় জরেজ-শামীমা ৫ দিনের রিমান্ডে

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

১০

যে অভিযোগ এনে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন রিয়া মনি

১১

দাবি জুলাই ঐক্যের / অন্তর্বর্তী সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে

১২

শ্রমিক লীগের ৩ নেতা গ্রেপ্তার

১৩

পারস্য উপসাগরে ‘রহস্যজনক’ ট্যাংকার জব্দ করল ইরান

১৪

নতুন ইউনিফর্ম পেল পুলিশ

১৫

বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ তুলে নিল আন্দোলনকারীরা

১৬

নির্বাচনী প্রচারণায় হাদির ওপর ময়লা পানি ছুড়ল কারা?

১৭

এবার পাথিরানাকে ছেড়ে দিল চেন্নাই

১৮

২৬ টুকরো লাশ নিয়ে র‌্যাব-পুলিশের ভিন্ন বক্তব্যের নেপথ্যে

১৯

মাছ-মাংস-ডিমজাতীয় প্রোটিন বেশি খেলে কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে?

২০
X