কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার নওপাড়া ও রোয়াইলবাড়িতে এই ঘটনা ঘটে।

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির আঙিনায় গাছে গরু বাধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় সুফিয়া (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

জানা গেছে, সুফিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। নিহত সুফিয়া পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী। ১৬ সেপ্টেম্বর উপজেলার নওপাড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়া গ্যাংয়ের সঙ্গে সুফিয়া আক্তারের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বছর খানেক আগে প্রতিপক্ষের লোকজন সুফিয়াকে একবার মারধরও করে। এদিকে শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে গরু বাধাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে সুফিয়া আক্তারকে মারাত্মক আহত করে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান জানান, গরু বাধাকে কেন্দ্র করে পাঁচহার গ্রামে সুফিয়া নামে এক মহিলা প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন।

অপরদিকে কেন্দুুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৫) নামে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কেন্দুুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউপির চাপুর গ্রামের ফকির অটো রাইস মিলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রুবেল মিয়া একই ইউপির ফতেপুর গ্রামের জাহের উদ্দিনের ছেলে।

ফকির অটোরাইস মিলের মালিক কামাল ফকির জানান, নিহত রুবেল মিয়া তার রাইস মিলের কয়েল লাকড়ি কারখানায় শ্রমিকের কাজ করতেন। সন্ধ্যায় ৭টার দিকে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোয়াইলবাড়ি আমতলা ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান আকন্দ ফকির রাইস মিলের শ্রমিক রুবেল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. আশরাফুল ইসলাম বলেন, সুফিয়ার মরদেহ ১৭ সেপ্টেম্বর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর বিদ্যুৎস্পৃষ্টে রুবেলের মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে বাইক চালাতে সাবধান না হলে বিপদ

যুবকের কাণ্ডে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

২০২৬ সালে রোজা শুরু হতে পারে যেদিন থেকে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ফের আজ

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১০

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১১

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১৪

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

১৫

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

১৬

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১৭

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

১৯

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২০
X