

বগুড়ায় হলুদ ও মরিচের গুঁড়া তৈরিতে কাপড়ের রং, গো-খাদ্য ও ধানের তুষ ব্যবহার করা হচ্ছে। এ ঘটনায় আল-আমিন মসলা মিলকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজাবাজার এলাকার মসলার মিলে জেলা প্রশাসনের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এ জরিমানা করেন। মিলটিতে মসলার গুঁড়ায় বিপজ্জনক উপাদান মেশানোর প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মিলটিতে হলুদ ও মরিচের গুঁড়া তৈরিতে কাপড়ের রং (টেক্সটাইল ডাই) ব্যবহার করা হচ্ছিল। একইসঙ্গে ধানের তুষ (রাইস ব্র্যান) মসলা বাজারজাতের প্রস্তুতি চলছিল। এসব অপরাধের দায় স্বীকার করায় মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ধারা ৩৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে।
অভিযানে ধানের তুষ ৭৫ কেজি, ভেজাল মরিচ গুঁড়া ১৫০ কেজি, ভেজাল হলুদ গুঁড়া ১৫০ কেজি জব্দ করে ধ্বংস করা হয়।
মন্তব্য করুন