চলমান রোড মার্চেই সরকারের পতন ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস ও গণতন্ত্র হত্যাকারী এই সরকার রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তাই তাদের ক্ষমতা থেকে নামাতে আমরা রাস্তায় নেমেছি।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপণী বক্তব্যে টুকু এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, এই সরকার মামলা-হামলা, গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে আন্দোলন দমিয়ে রাখতে চায়। কিন্তু এভাবে আন্দোলন দমানো যাবে না। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই এই সরকারের পতন ত্বরান্বিত হবে।
সরকারের উদ্দেশে টুকু বলেন, মানুষের প্রতি অনেক অন্যায়-অত্যাচার করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। গুম-খুন করেছেন অসংখ্য নেতাকর্মীকে। সকল অন্যায়-অত্যাচারের বিচার হবেই।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।
মন্তব্য করুন