

ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারকে দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার স্বীয় পদে বহাল করা হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিন্টু বলেন, শামীম তালুকদার দলের দুঃসময়ে হাল ধরেছিলেন। তার নেতৃত্বে যুবদল শক্তিশালী হয়েছে। তার পদ ফিরে পাওয়ায় আমরা যুবদলের নেতাকর্মীরা অনেক খুশি।
ঝালকাঠি যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, দীর্ঘদিন আমি বহিষ্কার ছিলাম। আমাকে দলীয় পদ ফিরিয়ে দিয়েছে এজন্য আমি খুশি। দলের দূর সময়ে আমি সঙ্গে ছিলাম ভবিষ্যতে দলের স্বার্থে কাজ করে যাব।
মন্তব্য করুন