লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শত্রুতার জেরে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল প্রতিপক্ষ

লক্ষ্মীপুরে জমি বিরোধের জেরে শীতকালীন সবজি কেটে দিয়েছে প্রতিপক্ষ। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে জমি বিরোধের জেরে শীতকালীন সবজি কেটে দিয়েছে প্রতিপক্ষ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ১৩ শতাংশ জমিতে লাগানো বিভিন্ন জাতের শীতকালীন সবজির চারা কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভূক্তভোগী আবুল কাশেমের। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় থানা পুলিশের কাছে অভিযোগ করেন ওই ভুক্তভোগী। এর আগে সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

আবুল কাশেমের অভিযোগ, ‘ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের চৌকিদার বাড়ির মৃত সফি উল্যার ছেলে মামুনুর রশিদ ও তার লোকজন এ কাজটি করেছে।’

তিনি জানান, আগাম শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যে তিনি জমিতে লাউ, টমেটো এবং বেগুনের চারা লাগিয়েছেন। কিন্তু মামুন ভাড়াটে লোকজন দিয়ে জমিতে থাকা সবগুলো সবজির চারা কেটে দিয়েছেন৷ স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানিয়েছি। এ ঘটনায় আইনগত প্রতিকারের দাবি জানাচ্ছি।

তিনি আরও জানান, চরমনসা মৌজার ৩৭৩৩ নং খতিয়ানের আরএস ২০৮৮ দাগে ২৭ শতাংশ জমির মধ্যে ১৩ শতাংশ জমির মালিক তিনি। মামুনদের পূর্ব পুরুষের কাছ থেকে তার মা মৃত হাজেরা খাতুন ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন। মায়ের মৃত্যুর পর তিনি এ জমির মালিক হন।

আবুল কাশেম বলেন, ওয়ারিশি সূত্রে প্রাপ্ত জমিটি মামুন আমার কাছ থেকে নামমাত্র মূল্যে ক্রয় করতে চেয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। ওই জমিতে আমি চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করি। কিন্তু প্রতিপক্ষ মামুন ক্ষিপ্ত হয়ে জমিতে থাকা শীতকালীন সবজির সবগুলো চারা কেটে দিয়েছে। এতে আমার লাখ টাকার ক্ষতি হয়েছে।

আবুল কাশেমের ভাগিনা মোহাম্মদ আলী বলেন, ওয়ারিশি জমির মালিকানা নিয়ে আমার মামার সাথে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। আদালত থেকে তিনি রায় পেয়েছেন। স্থানীয়ভাবেও একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। সেখানে জমিটি আমার মামার মালিকানাধীন বলে রায় হয়। ওই জমি দখলে নিয়ে সেখানে আমরা সবজির আবাদ শুরু করেছি। কিন্তু প্রতিপক্ষের লোকজন সবগুলো চারা কেটে কাঁদা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এর আগেও মামুন তার লোকজন দিয়ে আমাদের সবজি ক্ষেতের ক্ষতি করেছে।

অভিযুক্ত মামুনুর রশিদ বলেন, জমি নিয়ে মামলা চলছে। জমিটি ৩০ বছর ধরে আমাদের দখলে ছিল। কিন্তু আবুল কাশেম সেখানে জোরপূর্বক সবজির চাষ করায় আমি সেগুলো কেটে দিয়েছি।

ভাবানীগঞ্জের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মুজতুবা আহম্মদ তুহিন বলেন, আবুল কাশেম ওয়ারিশ সূত্রে ১৩ শতাংশ জমির মালিক, এটা সত্য। ওই জমিটি মামুন ক্রয় করতে চেয়েছে, কিন্তু এতে আবুল কাশেম রাজি হয়নি। বিতর্কিত জমিতে আবুল কাশেমের লাগানো সবজির চারা কর্তন করা ঠিক হয়নি। এটি ন্যাক্কারজনক ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন

পাবনায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা

ত্রয়োদশ সংসদ নির্বাচন / পোস্টাল ভোটে রেকর্ড নিবন্ধন, দেশে পৌঁছল যত ভোট

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মাগুরায় হঠাৎ আলোচনায় সাকিব আল হাসানের বাড়ির সংস্কার

ওটিটি জগতে ‘দোয়েল’-এর পথচলা শুরু 

মাঠের অভাবে খেলাধুলা থেকে দূরে শিশুরা : বিএফইউজে মহাসচিব

১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস

নির্বাচনে পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

১০

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

১১

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

১২

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

১৩

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

১৪

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

১৫

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

১৬

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

১৭

বৃদ্ধ দম্পতিকে হত্যা

১৮

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

১৯

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

২০
X