লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শত্রুতার জেরে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল প্রতিপক্ষ

লক্ষ্মীপুরে জমি বিরোধের জেরে শীতকালীন সবজি কেটে দিয়েছে প্রতিপক্ষ। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে জমি বিরোধের জেরে শীতকালীন সবজি কেটে দিয়েছে প্রতিপক্ষ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ১৩ শতাংশ জমিতে লাগানো বিভিন্ন জাতের শীতকালীন সবজির চারা কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভূক্তভোগী আবুল কাশেমের। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় থানা পুলিশের কাছে অভিযোগ করেন ওই ভুক্তভোগী। এর আগে সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

আবুল কাশেমের অভিযোগ, ‘ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের চৌকিদার বাড়ির মৃত সফি উল্যার ছেলে মামুনুর রশিদ ও তার লোকজন এ কাজটি করেছে।’

তিনি জানান, আগাম শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যে তিনি জমিতে লাউ, টমেটো এবং বেগুনের চারা লাগিয়েছেন। কিন্তু মামুন ভাড়াটে লোকজন দিয়ে জমিতে থাকা সবগুলো সবজির চারা কেটে দিয়েছেন৷ স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি জানিয়েছি। এ ঘটনায় আইনগত প্রতিকারের দাবি জানাচ্ছি।

তিনি আরও জানান, চরমনসা মৌজার ৩৭৩৩ নং খতিয়ানের আরএস ২০৮৮ দাগে ২৭ শতাংশ জমির মধ্যে ১৩ শতাংশ জমির মালিক তিনি। মামুনদের পূর্ব পুরুষের কাছ থেকে তার মা মৃত হাজেরা খাতুন ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন। মায়ের মৃত্যুর পর তিনি এ জমির মালিক হন।

আবুল কাশেম বলেন, ওয়ারিশি সূত্রে প্রাপ্ত জমিটি মামুন আমার কাছ থেকে নামমাত্র মূল্যে ক্রয় করতে চেয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। ওই জমিতে আমি চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করি। কিন্তু প্রতিপক্ষ মামুন ক্ষিপ্ত হয়ে জমিতে থাকা শীতকালীন সবজির সবগুলো চারা কেটে দিয়েছে। এতে আমার লাখ টাকার ক্ষতি হয়েছে।

আবুল কাশেমের ভাগিনা মোহাম্মদ আলী বলেন, ওয়ারিশি জমির মালিকানা নিয়ে আমার মামার সাথে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। আদালত থেকে তিনি রায় পেয়েছেন। স্থানীয়ভাবেও একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। সেখানে জমিটি আমার মামার মালিকানাধীন বলে রায় হয়। ওই জমি দখলে নিয়ে সেখানে আমরা সবজির আবাদ শুরু করেছি। কিন্তু প্রতিপক্ষের লোকজন সবগুলো চারা কেটে কাঁদা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এর আগেও মামুন তার লোকজন দিয়ে আমাদের সবজি ক্ষেতের ক্ষতি করেছে।

অভিযুক্ত মামুনুর রশিদ বলেন, জমি নিয়ে মামলা চলছে। জমিটি ৩০ বছর ধরে আমাদের দখলে ছিল। কিন্তু আবুল কাশেম সেখানে জোরপূর্বক সবজির চাষ করায় আমি সেগুলো কেটে দিয়েছি।

ভাবানীগঞ্জের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মুজতুবা আহম্মদ তুহিন বলেন, আবুল কাশেম ওয়ারিশ সূত্রে ১৩ শতাংশ জমির মালিক, এটা সত্য। ওই জমিটি মামুন ক্রয় করতে চেয়েছে, কিন্তু এতে আবুল কাশেম রাজি হয়নি। বিতর্কিত জমিতে আবুল কাশেমের লাগানো সবজির চারা কর্তন করা ঠিক হয়নি। এটি ন্যাক্কারজনক ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওজন কমাতে চা

‘কাউকে দোষারোপ করছি না’, বিভুরঞ্জনকে নিয়ে ছেলে ও ভাই

আজ ঢাকার বাতাসে দূষণের পরিমাণ কত?

রাজধানীতে ট্রেনের বগি লাইনচ্যুত

সেরা অধিনায়ক কে? অপ্রত্যাশিত নাম বলে চমকে দিলেন দ্রাবিড়

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

শাহরুখের ওপর বিরক্ত বোমান ইরানি

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

প্রীতি ম্যাচ খেলতে কবে ভারত আসছে মেসির আর্জেন্টিনা জানাল এএফএ

নতুন করে মহাবিপদে পড়তে যাচ্ছে ইরান

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১১

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১২

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৯

১৩

২৩ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

স্কয়ার গ্রুপে আবেদনের সুযোগ, আর মাত্র একদিন বাকি

১৫

ঢাকা রিজেন্সি হোটেলে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৬

গাজায় দুর্ভিক্ষ শুরু, কড়া প্রতিক্রিয়া সৌদির

১৭

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৮

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, যেসব বিষয়ে আলোচনা

১৯

গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও ৭১ নিহত

২০
X