কুমিল্লার লাকসাম শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহসহ ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আজগরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শুক্রবার মাগরিবের নামাজের পর উপজেলার আজগরা ইউনিয়নের আমদুয়ার গ্রামের বাড়ি থেকে শহীদ উল্লাহকে গ্রেপ্তার করে লাকসাম থানা পুলিশ। অপরদিকে, বৃহস্পতিবার রাতে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন থেকে ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম ও জামায়াতকর্মী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ মুঠোফোনে কালবেলাকে জানান, বিষয়টি আমার জানা নেই। আমি থানার বাইরে আছি। থানায় ফিরতে দেরি হবে।
এদিকে, লাকসাম শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা শহীদ উল্লাহসহ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান, সেক্রেটারি ড. সৈয়দ সরওয়ার সিদ্দিকী, লাকসাম শহর জামায়াতের আমীর জয়নাল আবদীন পাটোয়ারি।
জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার লাকসাম পৌরসভা সেক্রেটারী মুহাম্মদ শহিদ উল্লাহ নরপাটি ইউনিয়ন সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম ও জামায়াত কর্মী জহিরুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান ও জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী ৬ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তারা বলেন, 'পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে কোনো ওয়ারেন্ট ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে এবং ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবে জামায়াত নেতাদের গ্রেপ্তার করেছে। অপরদিকে ৪ অক্টোবর লাকসাম ইছাপুরা গ্রামের জামায়াতকর্মী নজরুল ইসলামকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে গুরতর আহত করেছে। আমরা পুলিশের এইসব অন্যায় গ্রেপ্তারের ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে অবিলম্বে গ্রেফতার ও হয়রানি বন্ধ করে নেতাদের মুক্তির দাবি জানানো হয়।
মন্তব্য করুন